নিজের বিয়ে নিজেই বন্ধ করলো শিপ্রা, বাবার অর্থদন্ড

কে.এম রিয়াজুল ইসলাম,বরগুনা: নিজের বিয়ে নিজেই বন্ধ করলো আমতলীর গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী শিপ্রা। মেয়ের অমতে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে বাবা পুনিল চন্দ্র মিস্ত্রিকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামে পুনিল চন্দ্র মিস্ত্রি কন্যা শিপ্রা গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেনীতে অধ্যায়নরত। শিপ্রাকে না জানিয়ে গোপনে তার বাবা পুনিল চন্দ্র মিস্ত্রি মেয়ের বিয়ের প্রস্তুতি নেয়। সোমবার বর পক্ষের লোকজন শিপ্রার বাড়ীতে আসার দিনক্ষন ঠিক হয়। শিপ্রা বাবার পছন্দের বিয়েতে রাজি হয়নি। গোপনে শিপ্রা নিজের বিয়ে বন্ধ করার জন্য আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনকে খবর জানায়। খবর পেয়ে আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতির সত্যতা পায়। মেয়ের অমতে বাল্যবিয়ের প্রস্তÍতির অপরাধে বাবা পুনিল চন্দ্র মিস্ত্রিকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহসী শিপ্রাকে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলামের হেফাজতে রেখে আসেন। যতদিন পর্যন্ত শিপ্রার বিয়ের উপযুক্ত বয়স না হবে ততদিন পর্যন্ত চেয়ারম্যান তার দেখাশুনার দায়িত্ব নিয়েছেন।

সাহসী শিপ্রা বলেন, আমার এখন লেখাপড়া বয়স। এই বয়সে আমি আমার মূল্যবান জীবনটাতে অপাত্রে দান করতে পারবো না। বাবা আমার অমতে বিয়ের প্রস্তুতি নেয়। আমি জানতে পেরে বাবার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে বন্ধের জন্য উপজেলা প্রশাসনকে জানিয়েছি। তার গিয়ে আমার বিয়ে বন্ধ করে দিয়েছেন।

বাবা পুনিল চন্দ্র মিস্ত্রি নিজের ভুলের কথা স্বীকার করে বলেন, আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে দেব।

গুলিশাখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন বলেন, শিপ্রা আমার বিদ্যালয়ের দশম শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী। শিপ্রার সাহসীকতার জন্য আজ থেকে ওর লেখাপাড়ার যাবতীয় খরচ বিদ্যালয় বহন করবে।

গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম শিক্ষার্থী শিপ্রার সাহসিকার প্রশংসা করে বলেন, যতদিন পর্যন্ত বিয়ের উপযুক্ত বয়স না হবে ততদিন পর্যন্ত আমার হেফাজতে রেখে ওর লেখাপড়া চালিয়ে নেব।

আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, শিপ্রা নিজের বিয়ে বন্ধের জন্য উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিপ্রাকে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে বাবা পুনিল চন্দ্র মিস্ত্রিকে তিন হাজার টাকা জরিমান অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, শিপ্রা নিজের বিয়ে বন্ধের জন্য আমার কাছে খবর দেয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পাঠিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি।###

বৃষ্টি উপেক্ষা করে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে ১৪তম দিনের মতও শিক্ষার্থীদের আন্দোলন আজ সোমবারও চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সকাল ৯.৩০টা থেকে প্রশাসনিক ভবনে জমায়েত হতে শুরু করে এবং বর্তমান ভিসির পদত্যাগের দাবীতে একটি মিছিল ভোলা পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিন করে। এবং সবার সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক বেলা ১১টা থেকে টানা দেড় ঘন্টা ভোলা পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে।এতে কীর্তনখোলা সেতুর উপর এবং ভোলা পটুয়াখালী মহাসড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়। ভোগন্তিতে পড়েন সাধারন যাত্রীরা। এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী আবু রায়হান আমাদেরকে জানান, “অনেক ধরনের গুজব শোনা যাচ্ছে এসব কোন ধরনের গুজবে কান না দিয়ে আমরা লিখিত পদত্যাগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব”। আগামীকাল এ বিষয়ে ঢাকায় সিন্ডিকেট এর আরো একটি সভা বসবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।এদিকে সাধারন শিক্ষার্থীরা আবারো ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। এই ২৪ ঘন্টার মধ্যে তারা লিখিত পদত্যাগপত্র না পেলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন বলে ছাত্রনেতা লোকমান হোসেন আমাদের নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে গত ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে সাধারন শিক্ষার্থীদের জন্য কোন আলোচনা অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান না রেখে শিক্ষক কর্মকর্তাদের কে নিয়ে পারিবারিক চা চক্রের আয়োজন এবং গার্ডেন পার্টিতে সাধারণ শিক্ষার্থীরকে প্রবেশ করতে না দেয়ায় ৫ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে সাধারন শিক্ষার্থীবৃন্দ এরই এক পর্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে শিক্ষর্থীদের রাজাকারের বাচ্চা কটূক্তি করায় তারা ভিসির পদত্যাগের দাবিতে লাগাতর কর্মসূচির ডাক দেয়।

কয়রা সদরে নৌকার পক্ষে গণসংযোগে জনতার ঢল

ওবায়দুল কবির (সম্রাট): উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধান মন্ত্রীর সুপার সিলেকশনকে সম্নান জানিয়ে আওয়ামীলীগ দলীয় প্রার্থী কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা(নৌকা) পক্ষে জেলা ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিংকু ও সাবেক বাগালী ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক এস এম রাসেল এর উদ্যোগে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত সৈনিক শত শত সাধারণ ছাত্রলীগ ও সাধারণ তরুণরা ২৩/০৩/১৯ শুক্রবার বিকাল ৪টায় জি এম মোহসিন রেজার (নৌকার) পক্ষে কয়রা সদরে গণসংযোগ ও পথসভা করেছেন।এসময় ছাত্রলীগ নেতা ও তরুণরা কয়রা উপজেলা পরিষদ চত্তরসহ কয়রা সদর ও তার আশপাশের অলিগলি শত শত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ কালে পথ সভায় জেলা ছাত্রলীগনেতা শরিফুল ইসলাম টিংকু বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশকে অর্থনৈতিক ও বাণিজ্যিক ভাবে সমৃদ্ধি করেছে। যার ফলপ্রুসিতে বাংলাদেশ মধ্য আয়ের দেশে ধাবিত হচ্ছে ,তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকার উন্নয়ণ বিশ্বাস করে তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ভালবেসে, গত ৩০শে ডিসেম্বর ব্যাপক ভোটে বিজয়ী করেছেন। সেই সাথে তিনি আগামী ৩১ মার্চ উপজেলা জেলা নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রীর সুপার সিলেকশন নৌকার প্রার্থীকে ভোটে বিজয়ী করে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী ও কয়রার উন্নয়ণ করতে সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। পথসভায় বক্তব্য কালে কয়রা মানব কল্যান ইউনিট সভাপতি ও বি এল কলেজ ছাত্রলীগ সহসভাপতি আল আমিন ফরহাদ বলেন,যে নৌকা বঙ্গবন্ধুর, যে নৌকা শেখ হাসিনা দিয়েছেন ,সে নৌকার সম্মান রাখার দায়িত্ব প্রতিটা ছাত্রলীগের। তাই ব্যক্তি রাজনিতি ও স্বার্থের রাজনিতি না করে মান অভিমান ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে ও নৌকার সম্মান রক্ষা করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তরুণ সমাজসেবক ও ছাত্রলীগ নেতা। পথসভায় নিজেদর অনুভুতির কথার ব্যক্ত কালে বাগালী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক আহবায়ক এস এম রাসেল বলেন, আজ সময় এসেছে ছাত্রলীগের দক্ষতা প্রমান করার। গুজব থেকে সাধারণ জনগণকে মুক্ত করে সত্য জানানো।এছাড়া তিনি সরকারে উন্নয়ণ ও সাফল্যের কথা তুলে ধরে সকলের নৌকার কে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন। এসময় গুরুত্ব পূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, সাবেক উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইমদাদুল হক টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম,কপোতাক্ষ কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ সভাপতি ইসমাইল হোসেন,ইউপি সদস্য লুৎফর রহমান, ছাত্রনেতা বাবু, আছাদ,মেহেদী হাসান বাবু,সাইফুল ,বিল্লাল, জামাল,দেলোয়ার, রিজভী প্রমুখ। বক্তারা বর্তমান সরকারে উন্নয়ন কর্মকান্ডকে কথা তুলে ধরে ,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও কয়রার সার্বিক উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ সমর্থিক প্রার্থি জিএম মোহসিন রেজার বিকল্প নেই একাত্ততা ঘোষনা করে জিএম মোহসিন রেজার পক্ষে ভোট প্রার্থনা করেন।সকল পথসভা পরিচালনা করেন শ্রমিকলীগ এর দপ্তর সম্পাদক আসাফুর রহমান।

বরিশালে জেলা পর্যায়ে শিক্ষা মেলার সমাপনী

মোঃ শাহাজাদা হীরা: প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিক্তি এই স্লোগান নিয়ে আজ ১৯ মার্চ বিকাল সাড়ে তিনটায় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বরিশাল এর আয়োজনে। নবআদর্শ বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বরিশালে জেলা পর্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা, এস এম ফারুক, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল, আবদুল লতিফ মজুমদার, আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি, মোঃ হোসেন চৌধুরী, বরিশাল জেলার ১০ টি উপজেলা থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে দুইদিন ব্যাপি মেলার সমাপনী হয়।

সুপ্রীমকোর্ট আইনজিবী নেতা কামাল হোসেন অসুস্থ,দোয়া কামনা

এম ইউ মাহিম: দেশের স্বনামধন্য প্রখ্যাত আইনজিবী জাতীয়তাবাদী আইনজিবী ফোরাম সুপ্রীমকোর্ট শাখার জয়েন্ট সেক্রেটারী ও ভোলা-৩ আসন হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে প্রাথমিক মনোনয়নে মনোনীত প্রার্থী আ্যাডভোকেট কামাল হোসেন অসুস্থ। আইনজিবী কামালের পরিবার সুত্রে জানা যায়,গত এক সপ্তাহ পর্যন্ত তিনি শরীর ও মাথায় ব্যাথাজনিত সমস্যায় ভুগছেন। মাথায় ব্যথাজনিত সমস্যায় কোর্ট চেম্বারে নিয়মিত সময় দিতে পারছেন না।তিনি বারডেম হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। তার অসুস্থতায় তিনি দেশবাসী সহ লালমোহন ও তজুমুদ্দিনের সর্বস্তরের জনগনের দোয়া কামনা করেছেন।

নির্বাচনী হালচাল: কয়রা উপজেলা

নিজস্ব প্রতিবেদক: চারিদিকে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। সেই হাওয়া লেগেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা কপোতাক্ষ তীরবর্তী খুলনা জেলার কয়রা উপজেলাতেও।এবার দেখা যাক কারা আছেন এই লড়াইয়ে এগিয়ে।প্রথমত মনোনয়ন প্রত্যাশী এস এম শফিকুল ইসলাম।তিনি এই উপজেলা পরিষদ নির্বাচনে নিজের মনোনয়ন নিয়ে কতটা আশাবাদী এমন প্রশ্নের জবাবে বরিশাল অবজারভারকে জানান, তিনি অন্য ২জন এর চেয়ে একটু বেশিই আশাবাদী কারণ ২য় জন মনোনয়ন প্রত্যাশী জি এম মহসীন রেজা ২০০৯ সালে দুর্নীতির দায়ে বহি:ষ্কৃত হয়েছিলেন এবং বর্তমানে তার কোন জনপ্রিয়তা নেই। দ্বিতীয়ত যিনি এই লড়াইয়ে এগিয়ে তিনি হচ্ছেন জি এম মহসিন রেজা।তিনি এই নির্বাচনে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বিগত দিনের চেয়্যারম্যান ছিলাম, আমি বর্তমানে দলটির সভাপতির দায়িত্ব পালন করছি।আমার আচার আচরণ কর্মকান্ড দলের নেতাকর্মী জনগন সকলেই জানে।আমার দিক থেকে আমি মনে করি আমিই উপযুক্ত।দল যাকে পছন্দ করবে তাকেই মনোনয়ন দেবে এতে আমার কিছু বলার নেই।”এদিকে অপর প্রার্থী আলহাজ্জ্ব আবদুল্লাহ্ আল মাহমুদ আমাদেরকে প্রথমেই অপর দুই প্রার্থীর সম্পর্কে অভিযোগ করে বলেন,” প্রথমত এস এম শফিকুল ইসলাম একসময় নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন।দ্বিতীয়ত জি এম মহসিন রেজা ২০০৯ সালে দূর্নীতি ও স্বজনপ্রীতির দায়ে অভিযুক্ত হন এবং সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় হতে অভিযোগেরর ট্রায়েল এনে ২০১২ সালের ১৩সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে বহিঃষ্কৃত হন এবং সে স্থানে শূন্য পদ বহাল থাকে।” তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী এবং পার্টির সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের বলেছেন আমরা কোন রানিং চেয়্যারম্যান কে মনোনয়ন দিচ্ছি না এক্ষেত্রে এস এম শফিকুল আলম ৫নং সদর ইউনিয়নের চেয়্যারমান হিসেবে বহাল আছেন।মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের বর্তমান স্লোগান হচ্ছে দূর্নীতির বিরুদ্বে জিরো টলারেন্স তারপরও যদি দূর্নীতি পরায়ন লোককে আবারও মনোয়ন দেন তাহলে আমাদের করার কিছু নেই।এক্ষেত্রে সার্বিক সবকিছু বিবেচনা করে আমি কয়রা উপজেলা নির্বাচনে শতভাগ আশাবাদী” অপরদিকে কয়রা উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মো: মেহেদী হাসান আমাদেরকে এ ব্যাপারে জানান, কয়রা উপজেলাকে যারা একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে পারে এবং একই সাথে যিনি কয়রার সুখে দু:খে দারিদ্রপীড়িত মানুষের পাশে থাকবেন তাকে সামর্থন করবেন বলে জানান।তিনি অভিযোগ জানান, কয়রা উপজেলার বর্তমান আওয়ামীলীগের সভাপতি  জি এম মহসিন রেজা যিনি দুর্নীতির দায়ে বহিষ্কৃত হয়েছিলেন তিনি ছাড়া অন্য যাকে দল থেকে মনোয়ন দেবেন তার সাথে তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কয়রা উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারন সম্পাদক এই তিনজন এর মধ্যে কাকে সামর্থন করেন এমন প্রশ্নের জবাবে বলেন,’এই দূর্যোগপ্রবন এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই তিনি কাজ করবেন।’এখন কে চড়বেন কয়রা উপজেলা চেয়াম্যানের মসনদে? সত্যের জয় হবে নাকি দূর্নীতি আর প্রভাবের? কয়রা উপজেলাবাসী তাকিয়ে আছেন আওয়ামীলীগের মনোয়নের দিকে।

বরিশালের বিতর্ক অঙ্গনে আলো ছড়াচ্ছে ডিবেটার্স কমিউনিটি অফ বরিশাল

স্টাফ রিপোর্টার: বিতর্ক একটি শিল্প। বিতর্কের মাধ্যমে একজন তার্কিক কথা বলতে পারে, শিখতে পারে , জ্ঞান অর্জন করতে পারে এবং সৃজনশীল মেধা বিকশিত হয়। বিতর্ক একজন শিক্ষার্থীকে অনেক পড়ালেখা করতে সহযোগীতা করে। একজন বিতার্কিক কখনো কোন কিছুতে না বলেনা। বিতার্কিকের অনেক জ্ঞান বৃদ্ধি পায় পড়ার মাধ্যমে। একজন বিতার্কিক যে কোন স্থানে তার ক্যারিয়ার গঠন করতে পারে। আর বরিশালের শহর অঞ্চল থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত বিতর্কের আলো পৌছে দিতে দুইহাজার আঠারো সনের তিন এপ্রিল প্রতিষ্ঠিত হয় বরিশালের বিভাগীয় তার্কিকদের সংগঠন ” ডিবেটার্স কমিউনিটি অফ বরিশাল ” ( ডিইসিবি )।মুক্তির প্রত্যয়ে অবিরাম যুক্তি এই শ্লোগানকে সামনে নিয়ে ডিইসিবির পথ চলা।হাটি হাটি পা পা করে ইতিমধ্যেই বরিশালে বিতর্কের আলো ছড়াচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠন টি। ইতিমধ্যেই তারা ক্লাশ অফ ডিবেট নামে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বিতর্ক প্রশিক্ষনের আয়োজন করছে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, আলেকান্দা সরকারী কলেজ, এ.কে ইনষ্টিটিউশন, শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক কর্মশালার আয়োজন করেছে সংগঠনটি। ইতিমধ্যেই একটি বিতর্ক চ্যাম্পিয়নশীপের আয়োজন করে পচিশঁ টি টিমের অংশগ্রহনে প্রতিযোগীতার আয়োজন করে। সংগঠনের স্বমন্বয়কারি ও প্রতিষ্ঠাতা শেখ সুমন বলেন, বিতর্কের আলো আমরা ছড়িয়ে দিতে চাই বহুদুর। গ্রাম থেকে গ্রামে। যেখানের শিক্ষার্থীরা অনেক কিছু থেকে বঞ্চিত সেখানে বিতর্কের আলো ছরিয়ে দিতে চাই আমরা। আমরা চাই ভবিষ্যৎ গঠনে বিতর্ক হোক অন্যতম হাতিয়ার। বর্তমানে সংগনটিতে প্রায় দশটে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধী রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধীদের সমন্বয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।মহিউদ্দিন রনি ( ঢাকা বিশ্ববিদ্যালয় ), মোঃ আবু সুফিয়ান শেখ , সানজিদ আলম সিফিত, ইমতিয়াজ ( সরকারী মডেল স্কুল এন্ড কলেজ ), হুজাইফা রহমান, পারভেজ হাসান ( সরকারী হাতেম আলী কলেজ ), জুই আহম্মেদ, জেরিন ( আলেকান্দা সরকারী কলেজ ), সোহানুল ইসলাম প্রিন্স , রেজাউর রহমান ( বি এম কলেজ ) মনিরুল ইসলাম , আদনান রোহান ( সরকারী বরিশাল কলেজ) ফেরদৌসী মেমি প্রতিনিধী হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে চায় ডিইসিবি।

নলছিটিতে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান

নলছিটি প্রতিনিধি: তরুণরাই হবে আগামীর সোনার বাংলার কর্ণধার’ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যে উজ্জীবিত হয়ে নলছিটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম রায়হান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে দোয়া প্রত্যাশি। ইতিমধ্যেই তার স্বপক্ষে নলছিটির সর্বস্তরের জনসাধারণ বিশেষ করে তরুণ সমাজের ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক গণমাধ্যমে ইতিমধ্যেই তার স্বপক্ষে দলমত নির্বিশেষে সকলের ব্যপক প্রচার-প্রচারণা সকলের নজর কেড়েছে।

ভৌগলিকভাবে ও ঐতিহাসিকভাবে নলছিটি উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। বিভাগীয় জেলা বরিশালের সংলগ্ন হওয়ায় রাজনৈতিক বিবেচনায় এই উপজেলার গুরুত্ব অন্য সব উপজেলার চেয়ে আলাদা। দক্ষিণাঞ্চলের প্রধান দুটি মহাসড়ক বরিশাল -কুয়াকাটা ও বরিশাল- খুলনা এই দু’টি রাস্তাই নলছিটি উপজেলার উপর দিয়ে গেছে। তাছাড়া দক্ষিণাঞ্চলের রাজনীতিতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এখানকার লোকেরা সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। এসব বিবেচনায় এই উপজেলার প্রতি সবার আলাদা নজর রয়েছে। সব দলই চায় এই জেলার তাদের প্রভাব বিস্তার করতে। রায়হান জানান, ২০০৪ সালে ছাত্রলীগের হাত ধরে তার রাজনীতির পথচলা শুরু । নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য থেকে শুরু করে নলছিটি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, নলছিটি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নলছিটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করে চলেছেন। পারিবারিকভাবেই তারা নলছিটিতে আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার পিতা নলছিটি ঝালকাঠির আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক বর্তমান সংসদ সদস্য আমির হোসেন আমুর একান্ত আস্থাভাজন প্রয়াত ডাঃ এ কে এম আলমগীর তালুকদার নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নলছিটি উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, ঝালকাঠি জেলা কৃষক লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার দাদা এ বি এম মোতালেব তালুকদার নলছিটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠিালগ্ন থেকে আওয়ামী রাজনৈতিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চান্দু মিয়ার পক্ষে নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখেন। রায়হান রাজনীতির পাশাপাশি সাংবাদিকতার সাথেও জড়িত। সে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ গণমাধ্যম ডট কমের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। সে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নলছিটি উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও অনেক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সে জড়িত আছে। তার সাথে কথা বললে তিনি আরো জানায়, ‘যদি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নলছিটি ঝালকাঠির সকলের রাজনীতিক সাবেক সফল শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ভাই আমাকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আশা করি। যদি আমি ভোটে অংশগ্রহণ করে নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রধান লক্ষ্য থাকবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ” গ্রাম হবে শহর ” এই লক্ষ্য নলছিটি প্রতিটি ইউনিয়নে শাহরের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে যেকোন ভাবে মাদক মুক্ত সমাজ গঠন করাই থাকবে আমার অন্যতম লক্ষ্য । বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবো। নলছিটি উপজেলায় অবকাঠামোগত যত প্রকার উন্নয়ন দরকার সে গুলো নিশ্চিত করবো। সর্বোপরি নলছিটি উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসাবে রুপান্তরিত করতে যা যা করনীয় তা সম্পন্ন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ থাকবো।

বরিশালে ব্রীজ না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ার উপর দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা নদীতে উপজেলার বাগধা নামক স্থানে নদী পারাপারে কোন ব্রীজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে খেয়ার মাধ্যমে নদী পার হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয়রা। এ কারনে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু, বয়স্কসহ স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের। খেয়ার মাধ্যমে নদী পার হতে গিয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। পার্শ্ববর্তী উজিরপুর, বানরীপাড়া উপজেলা হয়ে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট, বাগধা ও আমবৌলা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা নদীর উপর বরিশাল-গোপালগঞ্জ-খুলনা মহাসড়কে উপজেলার পয়সারহাট নামক স্থানে নদী পারাপারের জন্য একমাত্র ব্রীজ থাকলেও সহজ যোগাযোগের জন্য উপজেলার বাগধা ও আমবৌলা গ্রামের লোকজন খেয়া মাধ্যমেই পার হয় নদীর এপার থেকে ওপার। এছাড়াও নদীর পশ্চিম পারে একাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ স্থানীয় হাট-বাজার থাকায় নদীর পূর্ব পারের শিক্ষার্থী ও লোকজনের যাতায়াতের একমাত্র ভরসা হলো খেয়া বা নৌকার মাধ্যমে নদী পার হওয়া। খেয়ার মাধ্যমে নদী পার হতে তাদের সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট। অন্যদিকে পয়সারহাটে অবস্থিত ব্রীজ ঘুরে যাতায়াতে তাদের সময় লাগে ৪০ থেকে ৫০ মিনিট। এ কারনেই জীবনের ঝুঁকি নিয়ে খেয়ার মাধ্যমেই নদী পার হচ্ছে স্কুল-কলেজগামী সহ¯্রাধিক শিক্ষার্থীসহ স্থানীয়রা। এ পরিস্থিতিতে এখানে একটি ব্রীজ নির্মাণের জোর দাবী তুলেছেন ভূক্তভোগী স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, নদীর এপার থেকে অন্তত ২৫ জন যাত্রী ওপারের যাওয়ার জন্য খেয়ায় চেপেছে। এর মধ্যে শিশুসহ ১০জন ছাত্রীও রয়েছে। এভাবেই প্রতিনিয়ত নদী পার হয়ে আসছে এ গ্রামের লোকজন।
বাগধা স্কুল এন্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী মিলি খানম বলেন, এখানে খেয়ার মাধ্যমে নদী পার হতে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়। খেয়ার নৌকায় উঠতে গিয়ে অনেক সময় আমরা পড়ে গিয়ে আহত হই এবং সময়মত খেয়া না পেলে আমাদের নির্ধারিত সময়ে ক্লাশে উপস্থিত হতে পারিনা। যে কারনে আমাদের লেখা পড়ায় অনেক সমস্যা হয়। তাই আমাদের এখানে নদী পারাপারের জন্য একটি ব্রীজ নির্মানের জন্য জোর দাবী জানাচ্ছি।
কলেজ ছাত্রী মিলি’র কথার সাথে একমত পোষন করে একাধিক এলাকাবাসী বলেন, ব্রীজের অভাবে এ অঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। নদীর এপারে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা ও অপর পারে ইউনিয়ন স্বাস্থ্য কমপে¬ক্স ও ইউপি কার্যালয় অবস্থিত। তাই ওপারের অন্তত ১ হাজার থেকে ১২শ শিক্ষার্থীকে নদী পার হয়ে এপারে অর্থাৎ পশ্চিম পারে আসতে হয়। অন্যদিকে ইউনিয়ন স্বাস্থ্য কমপে¬ক্স ও ইউপি কার্যালয় ওপারে অর্থাৎ নদীর পূর্ব পারে অবস্থিত হওয়ায় আমাদেরকে প্রতিদিনই ওপারে যেতে হয়। পয়সারহাটে অবস্থিত ব্রীজ ঘুরে যাতায়াতে আমাদের অনেক সময় লাগে এজন্য আমরা এই খেয়ার মাধ্যমেই নদী পার হয়ে থাকি। ভাটির সময় খেয়ার নৌকা কিনারায় না আসাসহ ঝড় বৃষ্টির সময় নৌকায় উঠতে ও নামতে আমাদের অনেক সমস্যা হয়। এত সব সমস্যা থাকা সত্বেও আমারা জীবনের ঝুঁকি নিয়ে এ খেয়ার মাধ্যমে নদী পার হই। এছাড়াও ব্যবসায়ীদের পেশার কারণেই তাদের প্রতিদিন এপার থেকে ওপারে যেতে হয়। একেকবার খেয়া পার হতে ১০ থেকে ১৫ মিনিট সময় লেগে যায়। তাই এখানে একটি ব্রীজ নির্মান করা হলে উপকৃত হবে এ গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো লোকজন। তাই আমরা এখানে একটি ব্রিজ নির্মানের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করছি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওখানে (বাগধা খেয়া ঘাটে) একটি সেতু নির্মানের জন্য বরিশাল এলজিইডি অফিসে প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে বরিশাল এলজিইডি অফিস থেকে ওখানকার মাটি পরীক্ষাসহ সব ধরণের পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পন্ন করা হয়েছে। এখন টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে।

পরীক্ষার খাতায় ছাত্রের বিনীত আবেদন

নিউজ ডেস্ক: ঝালকাঠি সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের এক ছাত্র তার পরীক্ষার খাতা শিক্ষকদের কাছে বিনীত আবেদন করেন।তিনি তার পরীক্ষার খাতায় আবেদনে লেখেন আসলামুআলাইকুম স্যার আমি একটি এক্সিডেন্ট ও অপারেশন এর কারনে শারীরিক ও মানসিক ভাবে খুবই অসুস্থ, তাই আপনার কাছে বিনীত অনুরোধ এই যে আমার অসুস্থতার কথা চিন্তা করে এবং আমার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে  আমার শিক্ষা  জীবনকে এগিয়ে নিতে যদি আপনার কমল হৃদয়ে একটু সাহায্য করে থাকবেন তাহলে আপনার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আপনি পারেন আমার শিক্ষা জীবনকে এগিয়ে নিতে।ইতি একজন অসহায় সাহায্য প্রার্থী।