গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু, বিভিন্ন মহলের শোক

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (অর্থ) ও গৌরনদী উপজেলার সাবেক পরিসংখ্যান কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা খান শামছুল হকের স্ত্রী আলহাজ্ব জাহানারা হক (৬২) সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে……….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকালে দক্ষিন পিংলাকাঠি নুরানী ক্যাডেট মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারকি গোরস্থানে দাফন করা হয়। জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সেকেন্দার মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দীন আকন, মেজবা উদ্দীন সবুজ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোঃ খায়রুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

গৌরনদীতে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে ইউনিটি ফর ইকুয়ালিটি’র উদ্যোগে মঙ্গলবার সকালে টরকী ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, খাতা, কলম পেনিসল বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

ইউনিটি ফর ইকুয়ালিটি বাংলাদেশ চ্যাপ্টার মোহাম্মদ ফিরোজ শাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমী সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ^াস, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনছার উদ্দিন, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার গৌরনদী প্রতিনিধি খায়রুল ইসলাম, সংগঠনের অর্থ সম্পাদক মসম আরিফ । এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মূনাল কান্তি কবিরাজ, বিমল চন্দ্র বাড়ৈ, বিপ্লব চক্রবর্তী, সাহানা আক্তার, প্রবীর কুমার সাহা, রতন চন্দ্র বাড়ৈ। অনুষ্ঠানে অলোচনা শেষে টরকী ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪২ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতিজনকে স্কুল ড্রেস, বাধাই খাতা ৮টি, কলম ১২টি ও কলম বক্স বিতরণ করা হয়।অনুষ্ঠানে ভার্চুয়াল অংশ নেন ইউনিটি ফর ইকুয়ালিটির বিশ্ব চেয়ারম্যান নেইল ত্রিভেদী ও বাংলাদেশ চাপ্টারের ভাইসচেয়ারম্যান মোঃ ফয়েজ শাহ।

টরকী বন্দরে ডাকাতির ঘটনায় দুধর্ষ গনি ডাকাতসহ গ্রেপ্তার-৪

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর পুলিশ ক্যাম্পের অদূরে ঐতিহ্যবাহি টরকী বন্দরে দূধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকা সন্দেহে গৌরনদী মডেল থানা পুলিশ গনি আকন গনি ডাকাতকে (৫৫) ও মোঃ রাসেল প্যাদাকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে পুলিশ সন্দেহভাজন চার ডাকাতকে গ্রেপ্তার করেছে।

টরকী বন্দরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, রোববার বরিশাল নবগ্রাম রোড় এলাকা থেকে গনি আকন ওরফে গনি ডাকাতকে গ্রেপ্তার করেছে। গনি ডাকাত উজিরপুরের হারতা মাছ বাজারে ট্রলার নিয়ে ডাকাতি মামলার প্রধান আসামি । এর আগের দিন শনিবার গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত সন্দেহে মোঃ রাসেল মিয়া ওরফে রাসেল প্যাদাকে (৩৫) গ্রেপ্তার করেছে। রোববার গ্রেপ্তারকৃত আসামি গনি আকন ও রাসেল প্যাদাকে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করলে আদালত তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পুলিশ ডাকাতিতে জড়িত থাকার সন্দেহভাজন হিসেবে সোমবার গৌরনদী উপজেলার বড় কসবা ও টরকীরচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত সন্দেহে আলী হোসেন (৪২) ও আরিফ ফকিরকে (২৬) গ্রেপ্তার করেছে। এ নিয়ে গ্রেপ্তারকৃত সংখ্যা দাড়াল ৪জন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, গত ১৫ আগষ্ট রাতে টরকী বন্দরে ডাকাতির পরিকল্পনাকারী রাসেল প্যাদা ঘটনার পর গা ঢাকা দেয় এবং শুক্রবার এলাকায় ফিরে এলে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। গনি আকন পেশাজীবি ডাকাত ও উজিরপুরের হারতা মাছ বাজার ট্রালার নিয়ে ডাকাতি মামলার প্রধান আসামি ।

উল্লেখ্য গৌরনদী উপজেলার টরকী বন্দর পুলিশ ক্যাম্পের অদূরে ঐতিহ্যবাহি টরকী বন্দরে মুখোশ পড়া অস্ত্রধারী ৪৫/৫০ জনের ডাকাত দল টরকী বন্দরে উত্তরপূর্ব প্রান্তে বড় ব্রীজের উপর ও টরকী বন্দরের ভিতরে দুটি চেক পোষ্ট বসিয়ে ডাকাতি সংগঠিত করে। ডাকাতরা টরকী বন্দরের রায় পট্রি ৬টি, মন্দির গলি ৫টি ও মধ্য চরে ২টি দোকানের তালা বিশেষ যন্ত্র দ্বারা ভেঙ্গে ভিতরে প্রবেশ ফিল্মি ষ্টাইলে ডাকাতি করে নির্বিগ্নে চলে যায়। এ ঘটনায় বন্দরের ব্যবসায়ী ও সুন্দরদী মহল্লার গোবিন্দ সাহার পুত্র মানিক সাহা বাদি হয়ে অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সোমবার দুপুরে একটি মামলা দায়ের করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, ডাকাতির ঘটনার পর পর রাসেল মিয়া গা ঢাকা দেয়। শুক্রবার এলাকায় ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে হাজির করেছে।

বরিশালে দিনব্যাপী পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

আজ সোমবার ৩০ আগষ্ট বরিশাল নগরীর রাস্তায় রাস্তায় ঘুরে দিনব্যাপী রক্তদাতা এবং পথচারীদের মধ্যে  ফলজ, বনজ, ঔষধি এবং ফুলের চারা বিতরন করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)-এর উদ্যোগে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে তারা প্রথমে নিয়মিত রক্তদাতাদের উপহার হিসেবে পছন্দসই গাছের চারা প্রদান করা হয়। এরপরে রিক্সা এবং নিজস্ব গাড়িতে গাছ নিয়ে স্বেচ্ছাসেবকগন নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিন করেন এবং আগ্রহী পথচারীদের মধ্যে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা বর্ননাপূর্বক প্রত্যেককে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন। বেশিরভাগ গ্রহীতাই ফলজ এবং ঔষধি চারা পছন্দ করে নিলেও অনেকেই পছন্দ করেন বকুল বা শেফালীর মত বিভিন্ন ফুলের চারাও, ছিল শিশু, মেহগনি, রেইনট্রির মত বনজ কাঠের গাছও।

গাছের মত এমন একটি পরিবেশবান্ধব জিনিস হঠাৎ করেই উপহার পেয়ে খুশি হয়েছেন সবাই-ই। গাছের চারা পেয়ে খুশির ঝিলিক দেখা যাচ্ছিল পথচারীদের চোখেমুখে। পর্যায়ক্রমে পথচারীদের সকলেই প্রায় গাছের চারা নিতে আগ্রহী হওয়ায় একসময় রাস্তাঘাট দেখে  মনে হচ্ছিল যেনো বৃক্ষমেলা চলছে। একজন পথচারী বলেন এবার বরিশালে বৃক্ষমেলা না হলেও এই গাছের চারা পেয়ে মনে হচ্ছে যেনো বৃক্ষমেলায় এসেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহঃ কোষাধ্যক্ষ হূমায়ূন কবির রানা, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোঃ রাফি বিশ্বাস সহ সংগঠনটির বেশকিছু স্বেচ্ছাসেবক।

অভিনব এই উপহার বিতরণ সম্পর্কে জানতে চাইলে বিবিডিসির প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদ খান মুঠোফোনে জানান, বরিশাল ব্লাড ডোনারস ক্লাব বরিশালে ১০ বছরেরও অধিক সময় ধরে মানবতার সেবায় এবং বিভিন্ন সামাজিক কাজে জড়িত আছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে পৃথিবীতে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে আমরা আরো অন্যান্য কর্মসূচির পাশাপাশি শুরু করেছি “সবুজ আন্দোলন” নামের বৃক্ষরোপণ কর্মসূচি, যা শুরু হয়েছে একটি সুন্দর পৃথিবীর জন্য। পরবর্তীতে প্রতি বছর সবুজ আন্দোলন আরও ব্যপকভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান। একইসাথে দেশের সবাইকে বৃক্ষরোপনে আরও মনযোগী হতে তিনি অনুরোধ জানান।

দুই মাস পর করোনা আক্রান্তে মৃত্যুশূন্য বরিশাল

বরিশাল প্রতিনিধি:
বরিশাল বিভাগে সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা ২ মাস পর বিভাগে মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে এলো।
সর্বশেষ গত ২৬ জুন মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে ছিল। তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে ১১৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ কনেনি। তবে সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে মোট ৬৫৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও বিগত ২৪ ঘন্টার ব্যবধানে ১১৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪৩ হাজার ৬৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।
এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ রবিবার রাতের রিপোর্টে ১৪ দশমিক ১৮ শতাংশ।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৩৪৪ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪০৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সোমবার দুপুর ২টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ৯৯ জন রোগী।

উন্নয়শীল দেশ যখন থেকে ভ্যাকসিন গ্রহণ করেছেন আমরাও তখন থেকে ভ্যাকসিন গ্রহণ করেছি – পাণি সম্পদ প্রতিমন্ত্রী

শামীম আহমেদ ॥

করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার সময় কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই উপহার বিতরনী অনুষ্ঠিত হয়।এসময় ১ হাজার জন গরিব ও দুস্থ ব্যাক্তিদের মাঝে ত্রান উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম।

বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবদুর রাজ্জাক, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, র‌্যাবের বরিশাল সদর কোম্পনী কমান্ডার মেজর জাহাঙ্গীর ও বিসিবির পরিচালক আলমগীর হোসেন আলোসহ অনান্যরা।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সাথে করোনার ভ্যাকসিন নিতে সবাইকে আহবান জানান তিনি।তিনি আরো বলেন, উন্নয়শীল দেশ যখন থেকে ভ্যাকসিন গ্রহণ করেছেন আমরাও তখন থেকে ভ্যাকসিন গ্রহণ করেছি।

আর এ জন্য প্রধানমন্ত্রী ১৪ হাজার কোটি টাকা বরাদ্ধ করেছেন।ভারত আমাদের যে ভ্যাকসিন দেয়ার কথা বলেছে তাই পাবো। এরই মধ্যে ভারতের সংক্রমন বেড়ে যাওয়ার কারনে আমাদের দেশে ভ্যাকসিন আসতে পারেনী। এর পরই কিন্তু প্রধানমন্ত্রী অনান্য দেশের সাথে মিল রেখে সমন্বয় করে আমাদের দেশে ভ্যাকনি আনতে শুরু করে। যার সুফল এখন আপনারা পাচ্ছেন।ভ্যাকসিন কেনার জন্য পর্যাপ্ত পরিমান অর্থ বরাদ্ধ রয়েছে তাই কোন হতাশা নয় সবাই করোনা থেকে সুরক্ষা পেতে প্রতিরোধক নিয়মাবলি মেনে চলাচলের পাশাপাশি সবাই টিকার আওতায় আসবেন।

আগে বাংলাদেশ ঋন নিতো, এখন শেখ হাসিনার সরকার অন্য দেশকে ঋন দেয় – প্রতিমন্ত্রী জাহিদ ফারুক 

বরিশাল প্রতিনিধি:
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, একটা সময় ছিল বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে দেশ পরিচালনা করতো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন পাল্টেছে। এখন শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে, নাইজেরিয়াকেও ঋণ দিয়েছে। আগে আমরা ঋণ নিতাম। এখন সামর্থ্য হয়েছে অন্য দেশকে ঋণ দেওয়ার। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে জনগণের ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন। জনগণ যে যার স্থান থেকে সহযোগিতা করলে ২০৪১ সালের মধ্যেই প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী কর্মহীন অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ব্যক্তিগত তহবিল থেকে ৬০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের খাশ জমি বিভিন্ন মহল কর্তৃক দখল করে রাখা হয়েছিলো, সেই দখলদারদের কাছে থেকে জমিগুলোকে নিয়ে এসে যাদের ঘরবাড়ি নেই, মাথা গোঁজার জায়গা নেই তাদের জন্য প্রধানমন্ত্রী তার প্রশাসনের মাধ্যমে প্রকল্পগুলো গ্রহন করেছেন। এটা কতোটা মহতি উদ্দেশ্য, অনেকের তো রাস্তার পাশে ঘরের মতো করে থাকতে হতো। কিন্তু প্রধানমন্ত্রী আজ আপনাদের স্থায়ী মাথা গোঁজার জায়গা করে দিয়েছেন। এখন আর রাত হলে চিন্তা করতে হবে না, কোথায় রাতটা কাটাবেন। এখন মাথা গোজার স্থায়ী ঠিকানা যখন হয়েছে, তাহলে আপনাদের উচিত স্বাবলম্বী হওয়া। স্বাবলম্বী হতে হলে কষ্ট করতে হবে, আপনাদের নিজেদের চেষ্টা করতে হবে। আপনারা প্রচেষ্টা না করলে সরকারের পক্ষে এতো লোককে কাজ বা চাকুরি দেয়া সম্ভব হয়না। সুতরাং আপনাদের প্রতি আহবান থাকবে আপনারা নিজেরা খেটে খান, নিজেদের পায়ে দাড়ানোর চেষ্টা করুন, যাতে আপনারা আপনাদের পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন।
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আনিচুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমুখ।

বরিশালে মাদরাসা শিক্ষকের কামড়ে শিশু শিক্ষার্থী আহত ॥ পাষন্ড শিক্ষক আটক

বরিশাল প্রতিনিধি:
বরিশালের ভাঙ্গার পোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুলউলুম মাদরাসার শিক্ষক জোবায়ের আহমেদের বেদম পিটুনি ও কামড়ে আবু তালহা (৮) নামে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় পাষন্ড শিক্ষককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার বেলা ১ টার দিকে পাষন্ড শিক্ষক জোবায়ের আহমেদকে আটক করেছে পুলিশ।
আহত শিক্ষার্থী আবু তালহার পিতা আঃ কাইউম জানান, বরিশালের ভাঙ্গার পোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুল উলুম মাদরাসার হেফজ খানার নাজেরানার ছাত্র আবু তালহাকে বুধবার রাতে দুষ্টামি করার অপরাধে সমস্ত শরীরে উপর্যুপরি পিটুনি দেয় শিক্ষক জোবায়ের আহমেদ। এ সময় আবু তালহার দুই নিতম্ব ও কানে মোট তিনিটি কামড় দেয় পাষন্ড শিক্ষক জোবায়ের। এছাড়াও পেটের উপর গ্যাসের সিলিন্ডার রেখে শাস্তি দেয়া হয় আবু তালহাকে। বৃহস্পতিবার এ ঘটনার কথা মাদরাসার সভাপতি ছালামকে জানালে আবারও পিটায় আবু তালহাকে। এরপর শুক্রবার দুপুরে আবু তালহাকে মাদরাসার পুকুরে চুবিয়ে গুরুতর আহত করে। এ সময় পাশ্ববর্তী বাতরুম থেকে মল এনে হাতে মেখে চাটানো হয়। পরে রাতে আবু তালহা গুরুতর অসুস্থ হয়ে পরলে তার পিতা আঃ কাইউমকে খবর দেয়। পরবর্তীতে তিনি আহত আবু তালহাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শনিবার দুপুরে শিশুটির পিতা আঃ কাইউম এয়ারপোর্ট থানা পুলিশকে জানালে পুলিশ পাষন্ড শিক্ষক জোবায়ের আহমেদকে আটক করে।
এ বিষয়ে বিএমপির উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা চলমান রয়েছে।

বরিশালে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদনের সময় জেলা গণসংহতি আন্দোলনের সদস্য আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, রুবিনা ইয়াসমিন, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, সহসভাপতি হাছিব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ গ্রেফতারকৃত সকল ছাত্রনেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১২টার দিকে নগরীর কলেজ এভিনিউ সড়কের সন্মুখ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি সিএন্ডবি রোড হয়ে টিটিসি এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি, নাইমুল হাসান সোহেলসহ অন্যান্যরা। বক্তারা ছাত্রদলের গ্রেফতারকৃত সকল নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।