বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ-জ্যোতির্ময় সম্পাদক

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস সহ কার্যকরী কমিটির ১৫টি পদের সকলে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর সহ-সভাপতি, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল যুগ্ম-সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে।

অপরদিকে সদস্য নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা হাবিব জিসান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুমনা রাণী সাহা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদাউস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সানবিন ইসলাম এবং প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল ইসলাম।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ আগস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর তফসিল ঘোষণা করা হয়। গত ৩১ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় যে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের মোট ১৫টি পদে একক বৈধ প্রার্থী রয়েছে। এমতাবস্থায় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ (২) (খ) (৭) এবং অনুচ্ছেদ ৭ (২) (খ) (৯) অনুসারে নির্বাচন কমিশন চূড়ান্ত বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

বরিশালে দুই হাসপাতাল ও পাসপোর্ট অফিস থেকে ১৪ দালাল আটক

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাড়াশি অভিযান চালিয়ে ১৪ জন দালাল আটক করেছে র‌্যাব-৮। আজ রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা এই অভিযান চালায় তারা।

এ সময় আটক ১৪ জনের মধ্যে ১২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র‌্যাব।

র‌্যাব-৮ কর্মকর্তা কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র‌্যাবের দালাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল-ঝালকাঠি রুটে ৮ ঘন্টা পর বাস চলাচল শুরু

ঝালকাঠিতে মালিক-শ্রমিক সংঘর্ষে বন্ধের আট ঘণ্টা পর ফের আন্তঃজেলার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি সভার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। জেলার বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে।

এর আগে শনিবার দুপুরে বরিশাল-খুলনা রুটে সোহাগ পরিবহনের একটি বাসে লোকাল যাত্রী তুলে। এনিয়ে বরিশাল-পিরোজপুর রুটের সৌদিয়া পরিবহনের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সাইদুল ইসলাম নামের একজনের হাত ভেঙে যায়। এরপর থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা।

বরিশাল-ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ

বরিশালের রুপাতলী বাস স্টেশনে ঝালকাঠির এক বাস মালিক ও শ্রমিকদের ওপর বরিশালের বাস শ্রমিক কর্তৃক হামলার প্রতিবাদে ৮ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুর থেকে ওই ৮ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা মাহাবুবুল হক দুলাল জানান, শনিবার দুপুরে রুপাতলী বাস টার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির একজন সদস্যকে লাঞ্ছিত ও শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশালের বাস শ্রমিকরা। এ ঘটনায় বরিশাল ও ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

 

এর ফলে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস বন্ধের ঘোষণায় অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন।

বিশাল ভোটের ব্যবধানে সিলেট-৩ আসনে নৌকার প্রার্থীর জয়

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে হাবিবকে বেসরকারিভাবে সংসদ সদস্য ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই জয়ের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। নির্বাচনে ৩০ শতাংশের ওপরে ভোট পড়েছে।

জানা গেছে, আসনভূক্ত তিন উপজেলার ১৪৯টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়েছে নৌকা প্রতীক। নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৭০৫টি ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট। অর্থাৎ ৬৫ হাজার ১০১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। বাকি দুই প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব) প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি।

সিলেট-৩ আসনভুক্ত চার থানার মধ্যে বালাগঞ্জে নৌকা ২৪ হাজার ২৭৩ ভোট, লাঙ্গল ৩ হাজার ৩৩৭ ভোট, ফেঞ্চুগঞ্জে নৌকা ২২ হাজার ২২৪ ভোট, লাঙ্গল ৪ হাজার ৫৫৬ ভোট, মোগলাবাজারে নৌকা ২০ হাজার ৭৪৪ ভোট, লাঙ্গল ১৩ হাজার ৫৮৮ ভোট এবং দক্ষিণ সুরমায় নৌকাে ২২ হাজার ৪৬৪ ভোট ও লাঙ্গল ৩ হাজার ১২৩ ভোট পেয়েছে।

 

এই উপনির্বাচনে প্রথমবারের মতো সিলেটে কোনো আসনের সবকটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হলো। ইভিএমের কারণে ভোটাররা দ্রুত সময়ের মধ্যে তাদের ভোট দিতে পেরেছেন। ফলে কোনো কেন্দ্রেই ভোটারদের দীর্ঘলাইন দেখা যায়নি। দুই মাসের বেশি প্রচারণা চালানো হলেও নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহ তৈরি করতে পারেননি কোনো প্রার্থী। ফলে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল খুবই নগণ্য।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী। তবে সকালে আতিকুর রহমান আতিক অভিযোগ করেন, ফেঞ্চুগঞ্জের ৭টি কেন্দ্র ও দক্ষিণ সুরমার কুচাই শ্রীরামপুর কেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। লাঙ্গলের ভোটারদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। তবে ফলাফলের পর তিনি অভিনন্দন জানিয়েছেন হাবিবুর রহমান হাবিবকে। সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন প্রক্রিয়া ও পরিবেশ নিয়ে। এই উপনির্বাচন দেশের জন্য মডেল হিসেবেও মন্তব্য করেন তিনি। তবে নির্বাচন থেকে মানুষের আস্থা উঠে যাওয়ায় ভোট প্রদান কাঙ্ক্ষিত হয়নি বলে দাবি করে তিনি বলেন, ভোটারদের ভেতর থেকে ভয়ভীতি দূর না হওয়ায় কাঙ্ক্ষিত ভোট কাস্ট হয়নি। সরকার ও নির্বাচন কমিশনকে এই ভীতি দূর করতে হবে।

এদিকে, বিজয়ের পর হাবিবুর রহমান হাবিব তার এই বিজয়কে নির্বাচনী এলাকার জনগণকে উৎসর্গ করে বলেন, এই উপ-নির্বাচনে ভোটাররা প্রমাণ করেছেন তারা শেখ হাসিনার নেতৃত্বে অবিচল। তারা উন্নয়ন চান। সিলেট-৩ আসনের জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। তিনি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে সাড়ে ৩ মাস পর মৃত্যু শূন্যের কোটায় ॥ পিসিআর ল্যাবে শনাক্তের হার ১৪ ভাগ

বরিশাল প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী মৃত্যুর সংখ্যা শূন্যতে নেমেছে। দির্ঘ সাড়ে ৩ মাস পর স্বস্তি ফিরেছে শেবাচিমের করোনা ওয়ার্ডে। এতে খুশী চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। তবে গতকাল শনিবারও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৭৬ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত কয়েক দিন ধরে ১০ এর কোটা থেকে কিছুটা ওঠানামা করছে।
মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৭৯ জন রোগী। গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় কোন রোগী মারা যায়নি। গত ঈদুল ফিতরের পরদিন ১৫ মে রোগী মৃত্যু শূন্য ছিলো শেবাচিমের করোনা ওয়ার্ডে। ১৬ মে থেকে মৃত্যু সংখ্যা বাড়তে থাকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে শেবাচিমের করোনা ওয়ার্ডে। এক কথায় মৃত্যুপুরিতে পরিনত হয়েছিলো শেবাচিমের করোনা ওয়ার্ড। ৩শ’ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ৩৫৩ জন রোগী।
সাড়ে ৩ মাস পর গতকাল শনিবার দুপুর ২টা পর্যন্ত সর্বনিম্ন ৭৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন করোনা শেবাচিমের ওয়ার্ডে।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যবে শুক্রবার রাতে সব শেষ রিপোর্টে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ১৪ ভাগ।
এর আগে বৃহস্পতিবারের রিপোর্টে ১১.২৯ ভাগ, বুধবার ৯.৮৮ ভাগ, মঙ্গলবার ১২.১৪ ভাগ, সোমবার ১১.১৭ ভাগ, রবিবার ১৪.২৮ ভাগ, শনিবার ১৭.৮৫ ভাগ এবং গত শুক্রবার ২০.৭০ ভাগ করোনা শনাক্ত হয়।
গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

বরিশালে যাত্রীবাহি বাস থেকে ৩৫ কচ্ছপ উদ্ধার

শামীম আহমেদ ॥

যাত্রীবাহি বাসে করে পাচারকালে ৩৫ টি কচ্ছপ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরআগে গেলো রাতে গেলো রাতে বরিশাল নগরের রুপাতলী এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন – বিএমপি পুলিশ কমিশনার

শামীম আহমেদ ॥

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।তাই, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন। এমনকি আমাদের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি,অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন।

আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় অনুষ্ঠিত “ওপেন হাউজ ডে ” তে প্রধাান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের স্কুল ভিজিটিং প্রোগ্রা, কমিউনিটি পুলিশিং -বিট পুলিং সভা কর্যক্রম, সচেতনতামূলক কার্যক্রমগুলো সংক্ষিপ্ত আকারে সচল রাখলেও করোনা পরিস্থিতি আরও কমে আসলে,আপনাদের সন্তানদের আইন মান্যকারী সু নাগরিক তৈরি করার জন্য পূর্ববর্তী কার্যক্রম আগের মতোই চালু রাখতে চাই। অপরাধ-বিরোধ সংঘটিত হওয়ার আগেই বিট এলাকায় কমিউনিটি পুলিশিং তথা সুশীল সমাজের নেতৃবৃন্দের সহায়তায় বিচক্ষণতার সাথে সামাজিক সমস্যাগুলো অনেকটাই সামাজিক প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চাই।

তিনি বলেন, ওপেন হাউজ ডে’তে জমিজমা দখল নিয়ে বিশৃঙ্খলার উদ্ভব অভিযোগ আমরা বেশি পেয়ে থাকি, জমিজমার কাগজপত্র যাচাই-বাছাইয়ের আগে শৃঙ্খলা রয়েছে কি-না তা অধিক গুরুত্ব বহন করে। সামাজিক নিষ্পত্তি কিংবা আদালত নিষ্পত্তি ছাড়া দখলদারকে বিতাড়িত করার এখতিয়ার আমাদের নেই।

মহামারি করোনা নিয়ে তিনি বলেন, করোনায় আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। নিয়ম মেনে মাস্ক পরিধান ও বারবার হাত সেনিটাইজড করতে হবে, ঢিলেঢালা নীতি চলবে না।

এজন্য একজন ইমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে সকলেরই স্বাস্থ্যসুরক্ষার পক্ষে কাজ করার মাধ্যমে সকলের আন্তরিক তৎপরতায় সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সুস্থ ও নিরাপদ বন্দর উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ এনামুল হক বলেন, জনগণের দোরগোড়ায় উত্তম, নির্ভেজাল সেবা নিশ্চিত করতে ওপেন হাউজ ডে’তে আগতদের সাথে সাধ্যমত আতিথিয়েতা রেখে সর্বচ্চ সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করছি, বিনিময়ে আপনাদের সহযোগিতা নিয়ে এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই তা নির্মূলে ভূমিকা রাখতে চাই।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) শারমিন সুলতানা রাখিসহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধিগণ।

গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি মোটরসাইকেলের গ্যারেজে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান গৌরনদী মডের থানা পুলিশ চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাওয়াইদ্দা এলাকার মৃত আলী জব্বার মাতুব্বরের পুত্র নীলচান ওরফে জুয়েল (২৮), এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার কুমিরাইরপিট এলাকার আব্দুল কাদের হাওলাদারের পুত্র শুক্কুর হাওলাদার (২৫)। ইতিপূর্বে গ্রেপ্তারকৃত শুক্কুর হাওলাদার ওই গ্যারেজের মোটরসাইকেল মেকানিক এবং নিলচান এস্কভেটর মেকানিক হিসেবে কর্মরত ছিলো।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন জনৈক বাবুলের মোটরসাইকেলের গ্যারেজে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নীলচান ওরফে জুয়েলকে ২৫ পিচ ইয়াবা এবং শুক্কুর হাওলাদারকে একশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

“করোনা মোকাবেলায় যোগাভ্যাস ও ন্যাচারোপ্যাথির ব্যবহার” শীর্ষক গৌরনদীতে মাসব্যাপী ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
করোনা সংক্রমন প্রতিরোধের সম্মুখ যোদ্ধাসহ উপজেলার বাসিন্ধাদের জন্য যোগাভ্যাস ও ন্যাচারোপ্যাথির ব্যবহার শেখাতে শুক্রবার সকাল থেকে বরিশালের গৌরনদীতে মাসব্যাপী ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
স্বাস্থ্যবিধির কথা বিবেচনায় রেখে জুম অ্যাপস এর মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে কর্মশালাটি পরিচালিত হচ্ছে বলে আয়োজকদের সূত্রে জানাগেছে।
গৌরনদী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থা হারমনি ট্রাস্ট “করোনা মোকাবেলায় যোগাভ্যাস ও ন্যাচারোপ্যাথির ব্যবহার” শীর্ষক ওই ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়নে মূল ভূমিকা পালন করছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে শুক্রবার সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এবং স্বাগত বক্তব্য রাখেন হারমনি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য।
কর্মশালাটির কোর্স কো-অর্ডিনেটর ও ন্যাচারোপ্যাথিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হারমনি ট্রাস্টের আকুপ্রেশার ও রিফ্লেক্সোলজি বিভাগের প্রধান সৈয়দা শাহিদা সুলতানা। যোগ প্রশিক্ষক হিসেবে রয়েছেন হারমনি ট্রাস্টের কনসালটেন্ট ও থেরাপিউটিক ইয়োগা টিচার ইসরাত জাহান এশা। এ কের্সের আওতায় সেপ্টেম্বর মাসের প্রতি শুক্র ও শনিবার সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত ১ঘন্টা করে মোট ৮টি ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্সটিতে প্রথম দিন ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কোর্স অংশগ্রহণকারীদের সকলকে কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।