বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস

স্পোর্টস ডেস্ক:

এবার নতুন চ্যাম্পিয়ন পাবে বিপিএল, জানা ছিল আগেই। ফাইনালের দুই দল- খুলনা টাইগার্স আর রাজশাহী রয়্যালসের মধ্যে কোনোটিই এর আগে শিরোপার স্বাদ পায়নি। তবে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে কারা শেষ হাসি হাসে, সেটার জন্যই ছিল সব রকম অপেক্ষা।

সেই অপেক্ষার অবসান ঘটলো। বিপিএলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি হাতে তুললো রাজশাহী রয়্যালস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উত্তেজনাকর এক ফাইনালে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়েছে আন্দ্রে রাসেলের রাজশাহী।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা খুলনা। মোহাম্মদ ইরফানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত (০)। পরের ওভারে আবু জায়েদ রাহির শিকার আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজও (২)। ১১ রানের মধ্যে ২ উইকেট হারায় খুলনা।

সেখান থেকে দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন শামসুর রহমান শুভ আর রাইলি রুশো। ইনিংসের ১১তম ওভারে রুশোকে (২৬ বলে ৩৭) ফিরিয়ে রাজশাহীর মুখে হাসি ফোটান মোহাম্মদ নওয়াজ।

দুই ওভার পর খুলনাকে ম্যাচ থেকেই ছিটকে দেন কামরুল ইসলাম রাব্বি। হাফসেঞ্চুরিয়ান শুভকে (৪৩ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫২) ফেরানোর সঙ্গে মারকুটে আরেক ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকেও (৪) তুলে নেন ডানহাতি এই পেসার।

খুলনার শেষ ভরসা হয়ে ছিলেন মুশফিক। আন্দ্রে রাসেলের দুর্দান্ত এক ডেলিভারিতে তিনিও শেষতক বোল্ড হয়ে গেলে শিরোপা স্বপ্ন ভেঙে যায় দলটির। ১৫ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় খুলনা অধিনায়ক করেন ২১।

রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান, আন্দ্রে রাসেল আর কামরুল ইসলাম রাব্বি।

এর আগে ইরফান শুক্কুরের ঝড়ো হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় রাজশাহী রয়্যালস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো ছিল না তাদের। লিটন দাসের সঙ্গে আফিফ হোসেনের ১৫ বলের উদ্বোধনী জুটিতে আসে মাত্র ১৪ রান।

৮ বলে ১০ রান করে আফিফ শিকার হন মোহাম্মদ আমিরের। তবে মেহেদী হাসান মিরাজ দৌড়ে এসে যেভাবে ক্যাচটি নিয়েছেন, আসল কৃতিত্বটা দিতে হবে তাকেই।

সঙ্গী হারিয়ে সাবধান হয়ে যান লিটন। খেলছিলেন দেখেশুনে, ঠিক টি-টোয়েন্টির আমেজ ছিল না তার ব্যাটে। শুক্কুরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে লিটন সাজঘরে ফেরেন ২৮ বলে ২৫ রান করে।

এরপর শোয়েব মালিকও সুবিধা করতে পারেননি। ১৩ বল খেলে মাত্র ৯ রানে রবি ফ্রাইলিংককে তুলে মারতে গিয়ে শান্তর ক্যাচ হন। তবে অপরপ্রান্তে নিজের হাফসেঞ্চুরি তুলে নেন শুক্কুর। দারুণ ব্যাটিংয়ে এগিয়ে চলা এই ব্যাটসম্যানকে অবশেষে থামান আমির। ৩৫ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় শুক্কুর করেন ৫২ রান।

পরের সময়টায় চালিয়ে খেলে দলের পুঁজি বড় করেছেন আন্দ্রে রাসেল আর মোহাম্মদ নওয়াজ। শহীদুলের করা ১৭তম ওভারে অবশ্য লংঅনে ক্যাচ দিয়েছিলেন রাসেল। ক্যারিবীয় অলরাউন্ডার তখন মাত্র ৯ রানে। সেই ক্যাচটি দৌড়ে এসে হাতে নিয়েও ফেলে দেন শান্ত।

শেষ পর্যন্ত রাসেল ১৬ বলে ৩ ছক্কায় অপরাজিত থাকেন ২৭ রানে। তার চেয়ে বেশি ভয়ংকর ছিলেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানি এই ব্যাটসম্যান ২০ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন হার না মানা ৪১ রানের ইনিংস।

খুলনার পক্ষে ২টি উইকেট নেন মোহাম্মদ আমির। একটি করে উইকেট রবি ফ্রাইলিংক আর শহীদুল ইসলামের।

পাকিস্তান সফর থেকে সরে এলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:

আসন্ন পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে অনীহা আগেই প্রকাশ করেছিলেন মুশফিকুর রহীম। এবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেকে সরিযে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারে ইতোমধ্যে বিসিবি বরবার চিঠিও প্রেরণ করেছেন মুশফিক। শুক্রবার (১৭ মার্চ) তার এই চিঠির ব্যাপারে বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আজ মুশফিকের কাছ থেকে আমরা একটি চিঠি পেয়েছি। ব্যক্তিগত কারণে সে পুরো পাকিস্তান সফরে অনুপস্থিত থাকবে।’

মুশফিক পাকিস্তান সফরে না যাওয়ার ব্যাপারটা এর আগে মৌখিকভাবে জানিয়েছিলেন। এবার জানালেন লিখিতভাবে।

বাংলাদেশ তিন ধাপে পাকিস্তান সফরে যাবে। জানুয়ারি থেকে এপ্রিলের এই সফরে টাইগাররা তিন টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে।

ইসমাইল-শিরিন দেশের দ্রুততম মানব-মানবী

স্পোর্টস ডেস্ক:

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ছিল ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রথম দিন। এতে দ্বিতীয়বারের মতো দেশের দ্রুততম মানব হয়েছেন ইসমাইল হোসেন। আর টানা দশম বার মতো দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।

জাতীয় অ্যাথলেটিকসে ইলেকট্রনিকস টাইমিংয়ে মাত্র ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার অতিক্রম করে সোনা জেতেন ইসমাইল হোসেন। আর ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন পুরনো মুখ শিরিন আক্তার। সব মিলিয়ে টানা ১০ বারের দ্রুততম মানবী শিরিন জাতীয় অ্যাথলেটিকসে ষষ্ঠ ও সামারে জিতলেন চতুর্থ সোনা।

টার্ফবিহীন অচেনা মাঠে ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৪০ সেকেন্ডে অতিক্রম করে বর্তমান দ্রুততম মানব হাসান মিয়াকে পেছনে ফেলে মুকুটটি নিজের করে নেন নৌবাহিনীর অ্যাথলেট ইসমাইল হোসেন। ২০১৯ সালের ৩০ আগস্ট জাতীয় অ্যাথলেটিকসে হাসান মিয়া নিয়েছিল ১০ দশমিক ৬১ সেকেন্ড।

৪৩তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার কো-চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ঢাকার বাইরে এমন আসর স্থানীয় পর্যায়ের অ্যাথলেটিকসকে চাঙা করবে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছর পর এবার চট্টগ্রামে আবারও বসেছে অ্যাথলেটিকসের জাতীয় আসর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪৩তম এ আসরের নাম রাখা হয়েছে ‘মুজিববর্ষ ২০২০ জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা’। এর আগে সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে বসেছিল খেলাধুলার সবচেয়ে বড় এ ইভেন্ট।

১৬ জানুয়ারি শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ৩৬টি ইভেন্টে ৪৫টি সংস্থার চার শতাধিক অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের আসরে।

বরিশাল ও খুলনা বিভাগের অনুর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নমেন্টের উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিসিবি অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের ৪টি দলকে নিয়ে অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়।

সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী খেলায় খুলনা জেলা দল ও ঝালকাঠি জেলা দল অংশগ্রহণ করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, খোন্দকার আছিফ উদ্দিন রাখী, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, খুলনা জেলা দলের ম্যানেজার সাংবাদিক কনক রহমান

চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রাজশাহী

স্পোর্টস ডেস্ক:

উইকেট হাতে আছে মাত্র ২টি। শেষ দুই ওভারে প্রয়োজন ৩১ রান। এমন গুরুত্বপূর্ণ সময়েই ‘ট্রেড মার্ক’ ঝড় তুললেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। এক ছোট্ট অথচ গতিময় এক ঝড়েই ধুলিস্যাৎ হয়ে গেলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফাইনালে ওঠার স্বপ্ন। মাহমুদউল্লাহ রিয়াদের দলকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে খুলনার সঙ্গী হলো রাজশাহী রয়্যালস।

২২ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেললেন আন্দ্রে রাসেল। এর মধ্যে ছক্কা মেরেছেন তিনি ৭টি। বাউন্ডারি ২টি। অর্থ্যাৎ ৫০ রানই এসেছে তার বাউন্ডারি আর ছক্কা থেকে। ২০তম ওভারের তৃতীয় বলকে ছক্কা পরিণত করেই রাজশাহীকে ফাইনালে তুলে দেন আন্দ্রে রাসেল।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলার রুবেল হোসেনের তোপের মুখে পড়ে রাজশাহী রয়্যালস। দ্বিতীয় ওভারেই আফিফ হোসেন ধ্রুবর উইকেট তুলে নেন রুবেল। ৪ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান ধ্রুব। লিটন দাসের দুর্ভাগ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই রান আউটের শিকার হলেন তিনি। তার আগে ৬ বলে করলেন মাত্র ৬ রান।

মাহমুদউল্লাহ রিয়াদের বলে রায়াদ এমরিতের হাতে ক্যাচ দিয়ে অলক কাপালি ফিরে গেলে রাজশাহী আরও বিপদে পড়ে যায়। ৩৪ রানে ৩ উইকেট পড়ার পরই জুটি বাধেন ইরফান শুকুর এবং শোয়েব মালিক। দলীয় ৮০ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রানে আউট হন শোয়েব মালিক। যদিও তিনি খেলেন ২২ বল।

৪২ বলে ৪৫ রান করে আউট হন ইরফান শুকুর। তবে দারুণ জুটি গড়ে রাজশাহীকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে যান তিনি। শোয়েব মালিক আউট হওয়ার পর মাঠে নামেন অধিনায়ক আন্দ্রে রাসেল। এরই মধ্যে মোহাম্মদ নেওয়াজ ১৪ রান করে আউট হন এমরিতের বলে।

ফরহাদ রেজা ৩ বলে ৬ রান করে আউট হলে রাজশাহীর সাময়িক বিপদ বাড়ে। কামরুল ইসলাম রাব্বি মাঠে নেমে কোনো রান না করেই যখন ফিরে গেলেন, তখন বিপদটা আরও ঘণিভূত হয়।

কিন্তু শেষ মুহূর্তে আন্দ্রে রাসেলের ঝড়ই শেষ করে দিলো চট্টগ্রামের সব আশা আকাঙ্খা। ১৮তম ওভারের শেষ বলে ছক্কা মেরে তার ঝড় শুরু। এরপর ১৯তম ওভারে মেহেদী হাসান রানাকে পিটিয়ে তিনি এবং আবু জায়েদ রাহী মিলে তোলেন ২৩ রান। এর মধ্যে ১৭ রান নেন রাসেল। আবু জায়েদ রাহী মারেন একটি বাউন্ডারি এবং একটি সিঙ্গেল। সঙ্গে একটি ওয়াইড।

শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩১ রানের। কিন্তু এক ওভারেই রাসেল আর রাহী মিলে তুলে নেন ২৩ রান। বাকি থাকলো ৬ বলে ৮ রান। শেষ ওভার করার জন্য চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বল তুলে দেন শ্রীলঙ্কান অ্যাসেলা গুনারত্নের হাতে। প্রথম দুই বলই তিনি দিলেন ডট বল। কিন্তু তৃতীয় বল দিলেন ওয়াইড।

যার পলে ৪ বলে রাজশাহীর প্রয়োজন হয় ৭ রান। তৃতীয় বলে আন্দ্রে রাসেল মারলেন বিশাল ছক্কা। একই সঙ্গে বোলার দিলেন নো বল। এক বল থেকেই এসে গেলো সাত রান। এই এক ছক্কাতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালে চলে গেলো রাজশাহী।

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে মঙ্গলবার দুবাইয়ে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পিসিবি চেয়ারম্যান এহসান মানি। ওই আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে তিন দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম দফায় জানুয়ারিতে হবে টি-২০ সিরিজ।

দুবাইয়ে আইসিসি গভর্নেন্স কমিটির সভার ফাঁকে আলোচনায় বসেন দুই বোর্ডের প্রধান। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও উপস্থিত ছিলেন ওই আলোচনায়। শেষ পর্যন্ত বিসিবি ও পিসিবি এই সফর নিয়ে সিদ্ধান্তে আসতে পেরেছে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রথম দফায় লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ ২৪ থেকে ২৭ জানুয়ারির মধ্যে আয়োজন করা হবে। এরপর ফেব্রুয়ারি মাসে একটি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই টেস্টটি  রাওয়ালপিন্ডিতে ৭ থেকে ১১ ফ্রেবুয়ারি মাঠে গড়াবে।

বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিতে কোন ওয়ানডে সিরিজ ছিল না। তবে দুই বোর্ডের প্রধান শেষ ধাপে পাকিস্তানে একটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত নেন। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ দুটি করাটিতে অনুষ্ঠিত হবে। শেষ ধাপের ম্যাচের সম্ভব্য সূচি ধরা হয়েছে যথাক্রমে ৩ এপ্রিল ও ৫ থেকে ৯ এপ্রিল।

পাকিস্তান সফরের সূচি:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ধাপে পাকিস্তান সফরে যাওয়ার সূচি। 

সফর সূচি চূড়ান্ত হওয়া নিয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘ক্রিকেটের দুই গর্বিত দেশ হিসেবে শেষ পর্যন্ত আমরা ক্রিকেটের স্বার্থে সিরিজ নিয়ে সামাধানে আসতে পারায় আমি খুশি। দু্ই দেশের ক্রিকেট এগিয়ে নিতে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যস্থতার জন্য তাকে ধন্যবাদ দিতে চাই।’

পিসিবির প্রধান নির্বাহি ওয়াসিম খান বলেন, ‘এই সিদ্ধান্তে দুই দেশের বোর্ডই জয়ী হয়েছে। আমি খুশি যে সিরিজের অনিশ্চয়তা কেটে গেছে। এখন এই সিরিজ খুবই ভালোভাবে শেষ করার প্রস্তুতি নিতে পারবো আমরা। তিন দফায় পাকিস্তান সফরে আসবে বাংলাদেশ। যা তাদের আশ্বস্ত করবে যে, অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের মতো পাকিস্তানও নিরাপদ এবং সুরক্ষিত।’

ওয়ানডে বর্ষসেরা ব্যাটিং তালিকায় সাকিব

স্পোর্টস ডেস্ক:

২০১৯ সালটা স্বপ্নের মতো কেটেছিল সাকিব আল হাসানের। বিশেষ করে বিশ্বকাপে তো নজর কাড়া পারফরম্যান্সে সবাইকে মাতিয়ে রেখেছিলেন। তার এমন সাফল্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাকে বর্ষসেরা ওয়ানডে পারফরম্যান্সের পুরস্কার দিয়েছে। এমনকি ঐতিহ্যবাহী উইজডেন সাময়িকীও তাকে দশক সেরা ওয়ানডে দলে রাখে।এবার ক্রিকেটের সবচেয়ে বড় নিউজি পোর্টাল ক্রিকইনফো ২০১৯ সালের ১০টি ব্যাটিং পারফরম্যান্স মূল্যায়ন করেছে। যেখানে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিবের ১২৪ রানের অপরাজিত ইনিংসটিও আছে। টনটনের সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট বাংলাদেশ সাকিবের কল্যাণে ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। চতুর্থ উইকেট জুটিতে সাকিবের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ গড়েন লিটন দাশ।

বিশ্বকাপে সাকিব ৮ ম্যাচে ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন। আর সেই ম্যাচে ৯৯ বলে ১৬ টি চারে ১২৪ রান করেন।

সাকিবের ইনিংসের পারফরম্যান্স নিয়ে ক্রিকইনফো লিখে, তিন নাম্বারে ব্যাটিংয়ে নেমে সাকিব বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করে। যেখানে বাংলাদেশ রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় জয় পায়। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তার পাঁজর লক্ষ্য করে বল করছিল, তবে টনটনের ছোট মাঠে সেই সুবিধা ভালোই কাজে লাগিয়েছেন সাকিব।

সাকিব ছাড়া অন্য ৯টি ইনিংসের মধ্যে ৮টি ইনিংসই ছিল বিশ্বকাপের।

ক্যাপ্টেনসি ছেড়ে দেব- মাশরাফি

স্পোর্টস ডেস্ক:
অন্য কোনো অধিনায়ক হলে হয়তো আসতেন না। কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনের বিদায়ের পরও যথারীতি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত মাশরাফি বিন মর্তুজা। ঢাকার শেষ চারে ওঠা এবং সবার আগে বিদায় নেওয়া প্রসঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পর জাতীয় দলে খেলা এবং অধিনায়কত্ব নিয়েই বেশি প্রশ্নের সম্মুখীন হলেন নড়াইল এক্সপ্রেস।

প্রশ্ন উঠলো -আপনি তো আগের দিন বলেছিলেন, পারফরম্যান্স অনুযায়ী আপনি এখন আর অটোমেটিক চয়েজ নন। কিন্তু একজন অধিনায়ক হিসেবে আপনি তো এখনও প্রথম পছন্দ। এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি?

মাশরাফির জবাব, ‘পারফরমারদের যাচাই বাছাইয়ের দায়িত্ব ও কর্তব্য নির্বাচকদের। সেটা তারাই ভালো জানেন। আর অধিনায়ক মনোনীত করে বোর্ড। বিসিবি চাইলে এখনই আমি ক্যাপ্টেনসি (অধিনায়কত্ব) ছেড়ে দেব। সমস্যা নেই।’

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের এমন কথার পর খুব প্রাসঙ্গিকভাবেই যে প্রশ্নটা উঠলো-সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কি? মাশরাফির রহস্যঘেরা ছোট্ট উত্তর, ‘আমারটা আমার কাছেই থাকুক।’

তবে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে দেরি হয়নি তার। ধন্যবাদটা তিনি দিয়েছেন, তাকে ঘটা করে বিদায় সম্ভাষণ জানানোর ঘোষণা দেয়ায়। বিশ্বকাপে বাংলাদেশের খেলা শেষ হওয়ার পর লন্ডনে বসেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘মাশরাফিকে বীরের মর্যাদায় বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।’

গতকাল (রোববার) আবারও বিসিবি বস বললেন, ‘মাশরাফিকে যতটা সম্ভব ঘটা করে বিদায় জানানো হবে এবং সেটা হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা বিদায়ীপর্ব।’

তবে তা নিয়ে মাশরাফির যে খুব একটা উৎসাহ আছে, এমন মনে হয় না। তা থাকলে আর এ কথা বলতেন না, ‘আমার অমন বড়সড় বিদায়ী সংবর্ধনার প্রয়োজন নেই।’

মাশরাফির শরীরী অভিব্যক্তিতে ফুটে উঠলো, ভালো কিছু হলে ভালো। না হলেও সমস্যা নেই। বিসিবি চাইলে এই মুহূর্তে অধিনায়কত্বও ছেড়ে দিতে রাজি আছেন দেশের সর্বকালের সেরা এই অধিনায়ক।

ম্যাচ ফি বাড়লো টাইগারদের

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্টের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, আমরা ম্যাচ ফি বাড়িয়েছি। এর মধ্যে বেশি বেড়েছে টেস্টে। এখন আমরা নতুন যত প্রস্তাব করেছি সেটাতে দুই লাখ টাকা টি-টোয়েন্টিতে প্রতি খেলোয়াড় প্রতিটি ম্যাচে পাবে। তিন লাখ টাকা পাবে ওয়ানডে তে। আর টেস্টের জন্য পাবে প্রতি ম্যাচে ছয় লাখ টাকা। টেস্টে আমরা ৫০ শতাংশ বাড়িয়েছি। যা আগে ছিল চার লাখ টাকা।

এছাড়া ম্যাচ ফি বেড়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচেরও। ওয়ানডেতে ম্যাচ ফি দুই লাখের পরিবর্তে তিন লাখ টাকা পাবে মাশরাফির দল। আর টি-টোয়েন্টিতে এক লাখ ২৫ হাজার টাকার পরিবর্তে মাহমুদ উল্লাহর দল পাবে দুই লাখ টাকা করে।

হাতে ১৪ টি সেলাই নিয়েও খেলতে চান মাশরাফি

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় হাতের তালুতে বড় চোট পেয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে না খেলার মতো অবস্থায় নেই তিনি। যদিও হাতে ১৪টি সেলাই লেগেছে তার। তবে বড় খবর হলো, এই চোট নিয়েও খেলতে চান মাশরাফি। আর মাশরাফি চাইলে বিসিবি’র মেডিক্যাল বোর্ড ব্যবস্থা করে দেবে।

রোববার (১২ জানুয়ারি) এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘উনি হাতে যে ব্যথা পেয়েছেন তা খেলার অযোগ্য নয়। ম্যাচের গুরুত্ব বিবেচনা করে উনি যদি খেলতে চান তবে আমরা ব্যবস্থা করে দেব।’

ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানিয়েছেন, এই চোট নিয়েও মাশরাফি খেলতে ইচ্ছুক। তিনি বলেন, ‘সে খেলতে ভীষণ ইচ্ছুক। আমরা বুঝতে পারছি না কী করব।’

শনিবার (১১ জানুয়ারি) খুলনার ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে মেহেদি হাসানের ঝুলিয়ে দেওয়া একটি বল কাভারের ওপর দিয়ে সীমানাছাড়া করার জন্য সজোরে ব্যাট চালান রাইলি রুশো। কাভারে দাঁড়িয়ে থাকা মাশরাফি বাম-দিকে ঝাঁপিয়ে পড়ে  ক্যাচটি লুফে নেয়ার চেষ্টা করেন। কিন্তু দ্রুত গতির বল মাশরাফির হাতে লেগে বেরিয়ে যায়। ম্যাশ কিছুক্ষণ মাঠে শুয়ে থাকার পর যখন উঠে দাঁড়ান তখন দেখেন হাতের তালু দিয়ে রক্ত ঝরছে।

দলের ফিজিও দৌড়ে এসে মাশরাফিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান। তারপর আর মাঠে ফেরেননি তিনি।

আগামী ১৩ জানুয়ারি অ্যালিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মাশরাফির দল ঢাকা প্লাটুন।