বরিশাল অফিসার্স ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধনী

নিজস্ব প্রতিবেদক:
গতকাল ২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টায়, বরিশাল অফিসার্স ক্লাব এর অয়োজনে বরিশাল অফিসার্স ক্লাব  প্রাঙ্গণে বরিশাল অফিসার্স ক্লাবের উপদেষ্টা বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান এবং মুজিব শতবার্ষিকী উপলক্ষে বরিশাল অফিসার্স ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিখিল চন্দ্র দাস, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর বরিশাল জেরান্ড অলিভার গুডা, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মোশারফ হোসেনসহ বরিশাল জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পাশাপাশি তার হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান সভাপতি অফিসার্স ক্লাব ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পরে অতিথিরা অফিসার্স ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফুলেল ফিতা কেটে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে টুর্নামেন্টের পোশাক বিতরণ করেন। পরে সেখানে মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়, টুর্নামেন্টের স্পন্সর আকিজ সিমেন্ট টুর্নামেন্টের চারটি গ্রুপে ১৬ টি দল অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা অফিসার্স ক্লাবের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *