ঝালকাঠিতে চাচার আছাড়ে ৩ মাসের শিশু নিহত

ঝালকাঠির কাঠালিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা আফজাল সিকদারের লাঠির আঘাতে ৩ মাস বয়সি ভাতিজি নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক চাচা আফজাল ও তার দলবল নিহত শিশুটির পিতা আবুল কালাম সিকদার, মা তানিয়া বেগম ও মামা নবী হোসেনও মারধর করে আহত করলে তাদের কাঠালিয়ার আমুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে বলে জানাগেছে।

নিহতের পিতা আবুল কালাম অভিযোগ করেন, পৈত্রিক জমিজমা নিয়ে একই বাড়িতে বসবাসকারী তার বড়ভাই আফজাল সিকদারের সাথে তার বিরোধ চলে আসছিল। রবিবার সকালে সে বাড়ীতে খরকুটা সংগ্রহনের কাজ করার সময় হঠাৎ বড়ভাই আফজাল সিকদার তার সাথে ১০/১৫জন সহযোগী নিয়ে এসে কালাম সিকদারকে মারধর শুরু করে। টের পেয়ে শিশুকন্যা জান্নাতিকে কোলে নিয়ে মা তানিয়া বেগম ও তার ভাই নবী হোসেন কালামকে রক্ষার জন্য ছুটে আসলে লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে। এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছাড় মারে ও অন্যদের এলোপাথাড়ি লাঠিপেটা করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু জান্নাতীকে মৃত ঘোষনা করে ও অন্যদের চিকিৎসা করেন।

কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স’র চিকিসক ডা. মো. কামরুজ্জামান বলেন, হাপাতালে নিয়ে আসা নিয়ে আসার আগেই জান্নাতির মৃত হয়েছে। ময়না তদন্তের পূর্বে তার মৃত্যুর প্রকৃত কারন বলা যাবেনা। ময়না তদন্তের জন্য তাকে বরিশাল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *