বরিশালের রুবেল হত্যা : ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর পুরান ঢাকায় রুবেল হত‌্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। ২০১০ সালের ৬ জুন রুবেলকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করে আসামিরা।

আজ সোমবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আজ আদালতে যাদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে তারা হলেন-রুবেল ও রনি বিশ্বাস। নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি রুমান মারা গেছেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।

আসামি রুবেলের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামে। রুমানের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কোদালিয়া উত্তরপাড়ায়। ২০১৮ সালে কনডেম সেলে থাকা অবস্থায় রুমান মারা যান।

আর রনির বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউড়ীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *