আমতলীতে পরিবর্তন চাই’র উদ্যোগ শহর পরিচ্ছন্নতায় উৎসবের আমেজ

মো: মহসীন মাতুব্বর, আমতলীঃ স্কুল ড্রেস পরহিত একদল শিক্ষার্থী শহরের মূলকেন্দ্রের গেট থেকে শুরু করে গুরু ত্বপূর্ণ এলাকা ঝাড়– দিয়ে পরিস্কার করছে। আশেপাশের ময়লা-আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলছে। দোকান দারদেরকে যার যার দোকানের সামনে থাকা ময়লা সরিয়ে পুরো স্থান পরিচ্ছন্ন রাখার পরামর্শও দিচ্ছে কেউ কেউ। উৎসুক জনতা শিক্ষার্থীদের এমন কর্মকান্ডে মুগ্ধ হয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্যে উৎসাহিত করতে লাগলো তাদের। আশেপাশের মানুষদের উৎসাহ কাজের গতিকে করেছে দারুণভাবে প্রভাবিত। যারা কাজ ফেলে সেলফি-ফটোগ্রাফিতে ব্যস্ত ছিলো একটা সময়ে তাঁরাও সানন্দে যোগ দিলো শহর পরিচ্ছন্নতা কাজে মনোযোগী হতে। আর এভাবেই শহর পরিচ্ছন্নতা কার্যক্রম একটা সময়ে রূপ নিলো উৎসবের আমেজে। জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন, পরিবর্তন চাই প্রতিবছরই’ দেশটাকে পরিষ্কার করি’ শিরোনামে ভিন্নধর্মী উদ্যোগ বাস্তবায়ন করে প্রতিবছর। এ বার নিয়ে মোট চারবারের মতো সফল এই আয়োজনটি সারাদেশে একযোগে করেছে সংগঠনটি। চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এবছরের পরিবর্তন চাই’র শ্লোগান ছিলো এটি। সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে ও শনিবার দুপুর এগারটা থেকে একটা পর্যন্ত চলে পরিবর্তন চাইর উদ্যোগে দেশটাকে পরিস্কার দিবস-২০১৮ এর কার্যক্রম। সর্বমোট ৭৫জন স্বেচ্ছাসেবক আনুষ্ঠানিকভাবে ইভেন্টে অংশ নিলেও পরবর্তীতে আরো অনেক উৎসাহী মানুষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসাইন অনুষ্ঠানের উদ্ভোধন করেন। পরিবর্তন চাই’র আমতলী উপজেলা সমন্বয়ক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোতাহার উদ্দিন মৃধা, প্রেসক্লাবের সাবেক সভাপতি, উন্নয়নকর্মী শাহাবুদ্দিন পান্না। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কবির, সদস্য মনিরুজ্জামান সুমন, মহসীন মাতুব্বর, স্থানীয় কমিউনিটি রেডিও-র (কৃষি রেডিও) শামীম মৃধাসহ কৃষি রেডিওর সকল স্বেচ্ছাসেবকগণ। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে অনুষ্ঠানের সকল স্বেচ্ছাসেবীদেরকে পরিবর্তন চাই’র পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *