ফ্রী টেলিফোন সংযোগ দিচ্ছে বিটিসিএল

নিজস্ব প্রতিবেদক:

‘মুজিববর্ষ’ উপলক্ষে বিটিসিএল বিনা টাকায় নতুন টেলিফোন সংযোগ ও পুনঃসংযোগ দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৯ সালের ১৬ আগস্ট থেকে টেলিফোনের লাইন রেন্ট বাতিল করা হয়েছে। বিটিসিএলের কল রেট আনলিমিটেড প্রতি মাসে মাত্র ১৫০ টাকা করা হয়েছে। অন্য অপারেটরের কল রেট প্রতি মিনিট ৮০ পয়সা থেকে কমিয়ে ৫২ পয়সা করা হয়েছে। সরকার বিটিসিএলকে আধুনিক ও লাভজনক করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য নাছিমুল আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার টেলিকমিউকেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *