বরিশালের কীর্তনখোলা নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু

বরিশাল নগরীর পূর্ব রূপাতলী এলাকায় বাঁধ দিয়ে ভরাট করে কীর্তনখোলা নদীর দখল কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকালে সেখানে বুলড্রোজার দিয়ে কীর্তনখোলায় দেয়া বাঁধ ও পাইলিংয়ের একাংশ ভেঙে দেয়া হয়।

বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান জানান, সোমবার আবার সেখানে উচ্ছেদ অভিযান চলবে। যে কয়দিন প্রয়োজন সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে।
বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব এনায়েত হোসেন শিবলু পূর্ব রূপাতলী পয়েন্টে কীর্তনখোলার দখলদার উচ্ছেদ শুরু করায় জেলা প্রশাসনকে স্বাগত জানিয়েছেন।

সরকারি বিধি ভঙ্গ করে বরিশাল নগরীর পূর্ব রূপাতলী এলাকার খলিফা বাড়ির পর থেকে উত্তরে কাটাদিয়া খাল পর্যন্ত কীর্তনখোলার পশ্চিম তীরে প্রায় দেড় কিলোমিটার ফোরশোর (বিআইডব্লিউটিএ’র সিমানা) দখল করেন ওই এলাকার প্রভাবশালী রাইভিউল কবির স্বপন।

বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, নদী দখলকারীরা রেহাই পাবে না। কীর্তনখোলার অবৈধ দখলদারদের তালিকা হালগানাদ করা হচ্ছে। সব দখলদারদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *