কলাপাড়ায় বিপুল পরিমানে অবৈধ জাল উদ্ধার

কামাল হাসান রনি:

কলাপাড়া উপজেলার  আন্ধারমানিক, পাটুয়া, দেবপুর, চলিতাবুনিয়া, রামনাবাদ, সাগর মোহনা, লতাচাপলী পয়েন্ট নদীতে বিশেষ কম্বিং অপারেশন ২০২০ উপলক্ষে মোবাইল কোর্ট এর অভিযানে আনুমানিক ১০ লক্ষ  মিটার কারেন্ট জাল ও বিপুল পরিমান বেহুন্দী জাল, মশারি জাল উদ্ধার করে। গত ৭-১৩ জানুয়ারী দিনে ও রাতের বিভিন্ন সময়ে তিনটি টিম কাজ করে।এ অভিযানে অংশ নেন  জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ,
উপজেলা নির্বাহী অফিসার মোঃমুনিবুর রহমান,অনুপ কুমার দাস(সহকারী কমিশনার ভূমি), মনজ কুমার সাহা(সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা),আঃ কুদ্দুস মিয়া মৎস্য সম্প্রসারন কর্মকর্তা ও মোঃ মহসিন রেজা,উপ সহকারী মৎস্য কর্মকর্তা কলাপাড়া,
কোষ্টগার্ড নিজামপুর, কোষ্টগার্ড পায়রা, নৌ-পুলিশ কুয়াকাটা,কলাপাড়া থানা পুলিশ।জব্দকৃত বিপুল পরিমান  কারেন্ট জাল,  বেহুন্দী জাল ও অন্যান্য ক্ষতিকর জাল আটক করে  উপজেলা প্রসাশন ও মৎস্য বিভাগের যৌথভাবে জনসম্মুক্ষে পায়রা কোষ্ট গার্ড, নিজামপুর কোষ্টগার্ড ও কলাপাড়া হেলিপ্যাডে পুড়িয়ে ধ্বংস করা হয়।সরকারের এ উদ্দোগকে সমাজের সকল শ্রেনীর মানুষ স্বাগত জানিয়েছেন, কারন এ অভিযান ও মোবাইল কোর্টের কারনে দেশের ছোট মাছ গুলো বড় হলে বাংলাদেশের মানুষের চাহিদা পুরন করেও বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। যা দেশের বাজেটে অনেকাংশে অবদান রাখবে। এটা চলমান হলে মাছের উৎপাদন দ্বিগুন তিনগুন হওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *