সম্পত্তি! সমাজের বাস্তবতা!! লাশ পাহারায় কুকুর!!!

নিচের ছবিতে ভালোভাবে খেয়াল করুন। খাটিয়াতে লাশ। পাশে একটি কুকুর পায়চারি করছে। লাশের পাশে কেউ নেই। ছেলে, মেয়ে, স্ত্রী, প্রতিবেশী। আহ! মানুষ তুমি বেঁচে থাকতে শুধু সম্পত্তি, অর্থ বিত্ত অর্জন করেছ। কিন্তু সেই সম্পত্তি আজ কাল হয়ে দাড়িয়েছে। একজন পুলিশ অফিসার তার ফেইসবুক পেইজে লিখেছেন তোমার ধনসম্পত্তির অভাব ছিল না আবুল হাসেম খান। এখন তুমি নেই, সম্পত্তিও তোমার নেই, ছেলে মেয়েরাও তোমার নয়! যেই সম্পত্তি রেখে গিয়েছো সেসব নিয়েই বিবাদে আছে তোমার ছেলে মেয়েরা । অথচ তুমি একা পড়ে আছো দাফনের অপেক্ষায়…….সমাজের শিক্ষা নেয়া উচিত। মূল ঘটনা হল : বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন দাড়িয়াল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসেম খান (৮৫) গত ৩০ ডিসেম্বর তারিখ সোমবার বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার পরে আবুল হাসেম খান এর ছেলেমেয়েদের মধ্যে জমি জমা সংক্রান্ত ভাগাভাগি নিয়ে বিবাদ হয়। এ কারণে এক পর্যায়ে বাবার লাশ দাফন করতে বাধা দেয় আবুল হাসেম খান এর এক ছেলে। ঝামেলার এক পর্যায়ে রাস্তার পাশে মসজিদের সামনে তাদের বাবার লাশ ফেলে চলে যায় ছেলে মেয়েরা। এক পর্যায়ে স্থানীয়রা পাহারা বসায় ঐ লাশের। রাত গভীর হলে এলাকাবাসী সবাই যে যার মত ঘরে চলে যায়। মাঝরাতে একটি কুকুর ছাড়া আর কেউ ছিলো না সেখানে। ততক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়েদের মাঝে এক ছেলেকে জমিজমা লিখে দেয়া নিয়ে দ্বন্দ শেষ হচ্ছিল না, তাই দাফন করতে দিচ্ছিল না ছেলে মেয়েরা। এর পরের দিন এলাকার চেয়ারম্যান ও পুলিশের মধ্যস্থতায় আবুল হাসেম খানের দাফন সম্পর্ন করা হয়।

মাহবুব খোকা,
পুলিশ অফিসার
বাকেরগঞ্জ থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *