বাকেরগঞ্জের পশ্চিম দূর্গাপুর ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ ঘর-বাড়ি ভাংচুর লুটপাট

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে ঘর-বাড়ি ভাংচুর ও নগদ অর্থ লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর বিকাল ৫ টায় পশ্চিম দূর্গাপুর গ্রামের মো. জালাল সিকদারের পুত্র মো. মুন্না সিকদারের সাথে একই গ্রামের স্বপন সিকদারের পুত্র মো. রমজান সিকদারের সাথে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির হয়। এক পর্যায় মো.গনি সিকদার ও তার পুত্র স্বপন সিকদার,রিপন সিকদার,স্বপন সিকদারের স্ত্রী খাদিজা বেগম,রিপন সিকদারের স্ত্রী রিনা বেগম সহ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে সাইফুল মোল্লার স্ত্রী বেবী বেগম, জালাল সিকদার ও মুন্না সিকদারের উপর দা,লাঠিশোঠা নিয়ে হামলা করে ঘর-বাড়ি ভাংচুর করে আলমারিতে থাকা মেশিন কেনার নগদ ৬০০০০/- হাজার টাকা ও স্বর্ণ অংলকার লুটপাট করে নিয়ে যায় গনি সিকদার গংরা। বেবী ও জালাল সিকদার ও মুন্না সিকদার ডাক চিৎকারের এলাকার লোকজন ছুটে এসে তাদের কে উদ্ধার করে এবং সাধারণ চিকিৎসা দেয়। এ ঘটনায় বেবী বেগম প্রতিবাদ করে এবং মামলা করার কথা বললে, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বোন পরিচয় দিয়ে ভায়-ভীতি দেখায়। এবিষয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, আমার পরিচয় দিয়ে যদি কোন লোক অন্যায় ভাবে মানুষকে জিম্মি করে রাখে আমি তা মেনে নেবো না। তাতে যে হোক না কেনো। তিনি আরও জানান, শোভাকাঠী ডাকুয়াদের সাথে আমাদের বংশের কোন মিল নেই হতে পারে বংশের নাম এক কিন্তু একই নামের বংশ কি আর নেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভে পরিনত হয়েছে না জানি কখন বিক্ষোভে পরিনত হয় সেই আংতকে এলাকাবাসী দিন কাটাচ্ছে। এ ঘটনায় বেবী বেগম বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় ৮ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বেবী ও তার পরিবার প্রশাসনের কাছে সুষ্টু তদন্তের মাধ্যমে সন্ত্রাসী, ভূমি খেকো গনি সিকদার ও তার পুত্র স্বপন সিকদার,রিপন সিকদার গংদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *