ঝালকাঠি সিটিক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি ॥> দক্ষিণ বাংলার ঐতিয্যবাহী সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিটি ক্লাব ও পাঠাগার এর ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর সকালে ক্লাব চত্তরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তলন করা হয়। কেক কেটে এবং বেলুন উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম। পরে সকাল ১০ টায় অতিথি এবং ক্লাবের সদস্যদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ক্লাবের দাতা সদস্য ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, দাতা সদস্য ঝালকাঠি শিল্প ও বনিক সমিতির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, আজীবন সদস্য বিশিষ্ট্য ব্যাবসায়ী শামসুল হক মনু। সভাপতিত্ত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল হক খলিফা। দুপুরে সংগঠন কার্যালয়ে ১শ জন অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও তাদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দেয়াহয় সেলাই মেশিন ও ঢেউটিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকা। বিকেলে প্রয়াত সদস্যদের স্মরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, স্মৃতিচারন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিটি ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক রকিব বিন রাজ্জাক পলাশ একান্ত সাক্ষাৎকারে এ প্রতিনিধিকে বলেন, সংগঠনটির ৩৫ বছর উদযাপন উপলক্ষে ১ মাস আগে থেকেই আন্তঃক্রীড়া প্রতিযোগীতা পরিচালিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর পৌর গোরস্থান পরিস্কার, দুঃস্থ পবিরাবের শিশুদেরকে বিনামুল্যে চিকিৎসাসেবা, সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *