বরিশালে নেশাজাতীয় ওষুধসহ যুবক আটক

শামীম আহমেদ:
বরিশালে নগরীর নবগ্রাম রোর্ডের একটি ফার্মেসির পাশ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে অভিযানে আটক যুবকের নাম সুভাস মিস্ত্রি (২৮)। ঝালকাঠি জেলা সদরের কাফুরকাঠি এলাকার বাসিন্দা এই যুবক ১৫০ পিস এ্যাম্পুল ইনজেকশন নিয়ে বিক্রির উদ্দেশে সেখানে অপেক্ষমান ছিলেন। ডিবি পুলিশের এসআই মো. মহিউদ্দিন এই অভিযানে নেতৃত্ব দেন। ডিবি অফিস থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা বলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কড়াপুর এলাকার নবগ্রাম রোডের সিকদার বাড়ি মসজিদের পাশে ওই যুবকের অবস্থান জানতে পারে। বরিশাল সদরের বিমানবন্দর থানাধীন ওই সড়কের সন্নিকটেই সালেহা মেডিকেল হল নামক একটি ফার্মেসি রয়েছে। এই ওষুধের দোকান থেকে অথবা সেখানে দেওয়ার উদ্দেশে এ্যাম্পুল ইনজেকশন আনা হয়েছিল কী না তা জানা যায়নি। সুনিল মিস্ত্রির পুত্র সুভাস মিস্ত্রিকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। মফস্বল এলাকা থেকে এ ধরনের নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধারে এটাই সাম্প্রতিকালে ডিবি পুলিশের প্রথম সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *