সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই সংস্কার কাজ চলছে নলছিটি বরিশাল আঞ্চলিক মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক: 
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি (খাম্বা) রেখেই সংস্কার কাজ চলছে ঝালকাঠি জেলার নলছিটি বরিশাল আঞ্চলিক মহাসড়কের ৮ কিঃমিঃ রাস্তার । ফলে কাজে যেমন ব্যাঘাত ঘটছে তেমনি যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা । ঠিকাদার প্রতিষ্ঠান খুঁটি সরানোর জন্য সড়ক বিভাগকে আবেদন করছে জানালেও ,কিছুই জানেনা বিদ্যুৎ বিভাগ । চলতি বছরে ঝালকাঠির নলছিটি বরিশাল আঞ্চলিক মাহাসড়কের ৮ কিঃমিঃ রাস্তার প্রস্থ ও উন্নয়ন সংস্কার কাজ শুরু হয় । অথচ সড়কের ৮ কিলোমিটার রাস্তার মধ্যে রয়েছে ৮৪টি বৈদ্যুতিক খুঁটি । আর খুটি গুলো রেখেই কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান কামরুল এন্ড ব্রাদার্স। তবে খুঁটির জন্য কাজে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান । মূল সড়কটি ১২ থেকে ১৮ ফুট প্রস্থে উন্নিত করায় বিদ্যুতের খুঁটি (খাম্বা) সড়কের মধ্যে চলে এসেছে । গাড়ির চালক ও স্থানীয়রা জানিয়েছে এটি একটি অপরিকল্পিত কাজ ,প্রথমে বিদ্যুতের খুটি সরিয়ে রাস্তার কাজ শুরু করা উচিৎ ছিল। এ অবস্থায় সড়কের কাজ শেষ হলে সড়ক প্রশস্ত করা অংশ জনগনের কোন উপকারে আসবেনা । এব্যাপারে ঝালকাঠির সড়ক বিভাগের কার্য্য সহকারি মোঃ জাহাঙ্গির হোসেন জানান ঠিকাদার প্রতিষ্ঠান খুঁটি সরানোর জন্য সড়ক বিভাগে আবেদন করছে । খুঁটি সরানোর ব্যাপারে খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে । কামরুল এন্ড ব্রাদার্স ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার শেখ এনামুল হক জানান খুঁটি সরানোর জন্য সড়ক বিভাগে আবেদন করা হয়েছে, তারা বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়ে খুঁটি সরানোর ব্যবস্থা করবে বলে জানিয়েছে । নলছিটি (ঝালকাঠি) বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ ফিরোজ হোসেন বলেন আমাদের কাছে ঠিকাদার অথবা সড়ক বিভাগ থেকে কোন আবেদন পাইনি ,পেলে খুঁটি সড়ানোর ব্যবস্থা গ্রহন করা হবে । নলছিটি বরিশাল আঞ্চলিক মহাসড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে । এ সড়কটি দীর্ঘ দিন সংস্কারের অভাবে বেহাল দশা ছিলো । তাই খুব দ্রæত সড়কটির মধ্যে থাকা বৈদ্যুতিক খুঁটি সরিয়ে কাজ সম্পূর্ন করবে এমনটাই প্রত্যাশা করেছেন নলছিটির সাধারন মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *