পিএসডিএ এর বর্ষপূর্তি, বিএম কলেজে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগীতা

আকিব মাহমুদ:
মহান বিজয় দিবস ও Political Science Debating Assembly (PSDA)র’ ১ম বর্ষ পূর্তি উপলক্ষে সরকারি বিএম কলেজে PSDAর’প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় Political Science Debating Assembly (PSDA)এক বর্নাঢ্য র‍্যালী্র মাধ্যমে তাদের অনুষ্ঠানের শুরু করে। পরবর্তীতে ক্যাম্পাসের মুক্ত মঞ্চে ‘নারী নির্যাতন বন্ধে দরকার কেবই মূল্যবোধের শিক্ষা’ বিষয়ক সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয় । এছাড়াও পেশাজীবী বিতর্ক আমার পেশেয় আমি সেরা, প্রামাণ্যচিত্র মানচিত্রে ৭১, জুটি বিতর্ক আমরাই প্রেমের শ্রেষ্ঠ জুটি বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত হয়।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিএম কলেজের ৫ টি বিভাগের মোট ৮ টি দল অংশগ্রহণ করে। ৩ দিন ব্যাপী চলা এই বিতর্ক প্রতিযোগীতার চুড়ান্ত পর্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের তুমুল বিতর্কে অর্থনীতি বিভাগগে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাওনুজ্জামান।
PSDA সভাপতি মোঃ সরোয়ার হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও PSDA উপদেষ্টা প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিক। এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার এর অনুপস্থিতিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মুর্তজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহশিক্ষা কার্যক্রম আহবায়ক মোঃ মামুন-উর-রশীদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক লাকী আকতার, সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান,সহকারী অধ্যাপক নুরুল আমিন, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক বিদিতা বেগ, সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক মেহেজাবিন ফারজানা, প্রভাষক সেকান্দার হাওলাদার সহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দর্শকরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি খান মোঃ গাউস মোসাদ্দিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *