বরিশালে ভিবিডির উদ্যোগে স্বেচ্ছাসেবক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
‘স্বেচ্ছাসেবকতা’ হল দায়িত্ববোধ, নিজের দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা। বিনা পারিশ্রমিকে কল্যাণমূলক স্বেচ্ছাসেবকতার কাজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয় ০৫ ই ডিসেম্বর।প্রতিটি ভলান্টিয়ারের জন্য এ দিনটি বিশেষভাবে আনন্দে পূর্ণ। ভিবিডি বরিশাল জেলা এদিনটিকে উদযাপন করেছে নানা কার্যক্রমের মধ্যে দিয়ে। তারা তাদের দিনের সূচনা করে সমাজে বিদ্যমান যে সকল মানুষ প্রতিনিয়ত দেশকে সেবা দিয়ে যাচ্ছে তাদের ফুল ও ‘Thank You’ কার্ড প্রদানের মধ্য দিয়ে। বর্তমানে বায়ু দূষণের মাত্রা দিনকে দিন বেড়েই যাচ্ছে। তাই এ দূষণ হতে একটু হলেও পরিত্রাণের জন্য রিকশা, ভ্যান ও আটো চালকদের মাস্ক প্রদান করে ভলান্টিয়াররা। বরিশালে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বেশ ঠান্ডা পড়ে আর এই ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগে সমাজের নিচু স্তরের মানুষগুলো। তাই ভলান্টিয়াররা তাদের এ দিনের কার্যক্রম শেষ করে রাতের বেলা শীত নিবরণের জন্য দুস্থ পথবাসীদের মাঝে কম্বল বিতরণ করে। সকাল ৮ হতে ২টা এবং রাত ৯ টা থেকে ২ টা পর্যন্ত অসংখ্য ইয়োলো আর্মিদের দেখা যায় বরিশালের বিভিন্ন স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *