বরিশালে বেপরোয়া থ্রি-হুইলার কেড়ে নিলো সেনা সদস্য’র জীবন

ভয়ঙ্কর বেপরোয়া গতির থ্রি-হুইলার (আলফা-মাহেদ্র) গাড়ি কেড়ে নিলো এক সাবেক সেনা সদস্যের জীবন। বানারীপাড়া-বরিশাল সড়কে মাহেন্দ্র-আলফার ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য শেখ তাইজুল ইসলাম স্বপন (৪২) নিহত হয়েছেন। তিনি বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের মৃত আ. আজিজের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে সাবেক সেনা সদস্য তাইজুৃল ইসলাম স্বপন মোটরসাইকেল চালিয়ে বরিশালে যাওয়ার পথে বানারীপাড়া-বরিশাল সড়কের উজিরপুর উপজেলার নারায়নপুরের গাবতলা নামকস্থানে পিছন থেকে বেপরোয়া গতির একটি মাহেন্দ্র-আলফা গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী স্বপন রাস্তায় ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির মাহেন্দ্র-আলফার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দূর্ঘটনার পরে উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে সুবিচারের আশ্বাস দিয়ে তাদের শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেন। এদিকে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই সাবেক সেনা সদস্য তাইজুল ইসলাম স্বপনের লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে জানাগছে। উল্লেখ্য বিশেষ বিশেষ মহল মাসিকহারে ম্যানেজ করে ভয়ঙ্কর এই থ্রি-হুইলার আলফা-মাহেন্দ্র,টমটম,নসিমন,করিমন ও ট্রলি নামক গাড়িগুলো কোন প্রকার সড়ক আইন না মেনেই পাগলা ঘোড়ারমতো প্রতিনিয়ত ছুটে চলছে সড়কে। খোদ বানারীপাড়া পৌরসভার সামনে এবং বরিশালের নথুল্লাবাদ থেকে আলফা-মাহেন্দ্র গাড়িগুলো যাত্রী ধারণ আইনকে সম্পূর্ণ রুপে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চার জন যাত্রীর স্থলে ৮জন যাত্রী নিয়ে সড়কের গতিসীমা অতিক্রম করে সিমাহীন গতিতে চলছেই। দেখলে মনে হয় তাদের আইনেই যেন সড়কে যানবাহন চলছে। আরও একটি বিশেষ সূত্র থেকে জানাগেছে বিশেষ ব্রোকারের মাধ্যমে বিশেষ মহলকে মাসিক প্রক্রিয়ায় ম্যানেজ করার ফলেই আলফা-মাহেন্দ্র গাড়িগুলো সড়কের কোন প্রকার আইনই মানছেনা। সচেতন মহল মনে করেন,আইন মানা হয় ততক্ষণ,যতক্ষণ কোন একজন মানুষের নিথর দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকে কেবল সেই সময়টুকু পর্যন্ত। পরক্ষণেই আইন না মানার রেওয়াজ স্বাভাবিক হয়ে যায়। থ্রি-হুইলার (আলফা-মাহেন্দ্র)’র বিশেষজ্ঞদের মতে ড্রাইভারে সিটের দুপাশে যাত্রী নিয়ে সড়কে চলার সময় কিছুতেই স্বাভাবিকভাবে গাড়ির গতি ঠিক রাখা যায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *