বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে দোআ-মোনাজাত ও আলোচনা সভা

যথাযথ ভাব-গাম্ভির্য্যরে মধ্য দিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র (বিআরইউ)
উদ্যোগে জাতীয় শোক দিবস ২০১৮ পালিত হয়েছে। জাতীয় শোক দিবসের কর্মসূচির
অংশ হিসেবে সাকলে কার্যালয় প্রাঙ্গনে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা এবং কালো
পতাকা উত্তোলণ করা হয়। পরে বাদ যোহর বরিশাল রিপোর্টার্স ইউনিটির
কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিআরইউ’র সাধারন সম্পাদক বাপ্পী
মজুমদারের সঞ্চালনায় সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে
এতে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামরুল আহসান, যুগ্ম
সম্পাদক মাসুক কামাল, কোষাধাক্ষ্য রবিউল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা
বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে
মা-শিশু সন্তানসহ বঙ্গবন্ধুর পরিবার-পরিজনসহ অনেককে। নিষ্পাপ শিশু শেখ
রাসেল, সুকান্তু বাবু এরা কি দোষ করেছিলো। এ হত্যাকান্ড ইতিহাসের জঘন্যতম
হত্যাকান্ড। আলোচনা সভা শেষে মিলাদ-মাহফিল ও দোআ মোনাজাতের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *