বরিশালে গুজব প্রতিরোধে জরুরী সভা

মোঃ শাহাজাদা হীরা:
আজ ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুর ১ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসন বরিশালের সম্মেলন কক্ষে। বরিশাল জেলা প্রশাসনের গুজব প্রতিরোধে জেলা পর্যায় মনিটরিং সেল কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় একটি কুচক্রী মহল বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এই গুজব প্রতিরোধে জেলা পর্যায় মনিটরিং সেল কাজ করছে। এ সংক্রান্ত মনিটরিং সেল কমিটির সদস্যদের অংশগ্রহণে আজ জরুরী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের সভাপতিত্বে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল, মোঃ নাইমুল হক, সাংস্কৃতিজন এস এম ইকবাল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল বৃন্দরা, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল বলেন, বর্তমানে বাংলাদেশে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে যেমন নিত্য প্রয়োজনীয় বস্তু, বাজারে পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও একশ্রেণীর অসাধু ব্যক্তি, ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে গুজব ছড়িয়ে বাজারসহ স্থানীয় জনসাধারণের মধ্যে এক ধরনের আতংক সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে এ ধরনের অসৎ উদ্দেশ্যে গুজব ছড়ানো সম্পূর্ণ অনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন যা সরকারকে বিব্রত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। বরিশাল জেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সবকিছু স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বরিশাল মহানগর সহ সকল উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে গুজব প্রতিরোধ এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে গণসচেতনতা মূলক মাইকিং এবং প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে। আমাদের সবাইকে গুজব প্রতিরোধে সচেতন হয়ে একসাথে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *