আগৈলঝাড়ার পয়সারহাট বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি

মোঃ শাহাজাদা হীরা:

গতকাল ২১ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে বন্দরের একটি ফার্নিচারের দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন লেগে ৮ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে এবং ১ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ ২২ নভেম্বর শুক্রবার বিকেলে ঘটনা স্থল পরিদর্শন করেন মাননীয় আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি ও সংসদ সদস্য, বরিশাল-১, আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া, বিপুল চন্দ্র দাস, উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী, ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভুমি) গৌরনদী, ফারিহা তানজিন, সহকারী কমিশনার (ভুমি) আগৈলঝাড়া, ফাতিমা আজরিন তন্বী, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, ওসি আগৈলঝাড়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রত্যেককে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ব্যবসায়ীক প্রতিষ্ঠান উত্তোলনের জন্য ২ বান করে ঢেউটিন, উত্তোলনের জন্য মিস্ত্রি খরচ বাবদ ৬ হাজার টাকা, ক্ষতিপুরন বাবদ ১০ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকার সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আহার্য হিসেবে চাল দেয়া হবে। এসময় ঘটনা স্থল পরিদর্শন কালে দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান। মাননীয় আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি ও সংসদ সদস্য, বরিশাল-১, আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *