বরিশালে লবণের গুজব, মোবাইল কোর্ট অভিযানে ২ লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:

গতকাল ১৯ নভেম্বর মঙ্গলবার সারাদিন, জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এদিকে আজ লবণের গুজব প্রতিরোধে জেলা প্রশাসন বরিশাল সার্বিক দিক নজরদারিত্বে রেখেছেন। রিশাল জেলায় জেলা প্রশাসনের তৎপরতায় বাজার মনিটরিং অব্যাহত আছে পাশাপাশি বাজার স্বাভাবিক রাখতে। আজ জেলা প্রশাসন বরিশালের নির্দেশনা বরিশাল জেলার ১০ টি উপজেলায় বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মহানগরীতে তিনটি টিম মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে নতুল্লাবাদ এলাকায় ১টি প্রতিষ্ঠান আল-মদিনা খাদ্য ভান্ডার কে অতিরিক্ত দামে লবণ বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগৈলঝাড়া উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রয় করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হিজলা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি দোকানকে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রয় করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। মুলাদী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রয় করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এদিকে রাতে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা এলাকায় লবণের মূল্য বৃদ্ধি সম্পর্কিত গুজব বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি দোকানে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রয় করার অপরাধে বিভিন্ন পরিমানের অর্থ দন্ড প্রদান করা হয়। ১০ টি দোকানে মোট ১ লক্ষ ৩৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, হিজলা/মেহেন্দিগঞ্জ (অ.দা.), মোঃ আমীনুল ইসলাম, মোবাইল কোর্ট পরিচালনা কালে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন কাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) আঃ খালেক সহ পুলিশ ফোর্স। মোট ১৬ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বরিশাল মহানগর সহ সকল উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে গুজব প্রতিরোধ এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে গণসচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *