রাজশাহীতে জি.আর.ও এবং কোর্ট স্টাফদের সাথে মত বিনিময় সভা !

রাজশাহীতে লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লান্ট)এর আয়োজনে কারাগারে দরিদ্র ও অসহায় বিচারাধীন কারাবন্দীদের আইনী সহযোগিতার নিমিত্তে বিচারক, আদালতের কর্মচারী -কর্মকর্তা এবং জি.আর.ও দের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮নভেম্বর) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ ও এইচ এম ইলিয়াস হোসাইন, বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আলম মোহম্মদ নিপু। এছাড়া আদালতে কর্মরত বেঞ্চসহকারী, নাজির, প্রশাসনিক কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর, জি. আর.ও গণ উপস্থিত ছিলেন।

সভায় বিগত পাঁচ বছরে প্যারালিগ্যালগণ বিচারাধীন কারাবন্দীদের আইনী সহায়তার বিভিন্ন তথ্য, উপাত্ত তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম আদালতে কারাবন্দীদের বিচারাধীন মামলায় আইনী সহায়তা প্রদানের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্যারালিগ্যালের জেলা সমন্বয়ক এ্যাডভোকেট কানিজ ফাতেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *