বরিশালে বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান

মোঃ শাহাজাদা হীরা:

আজ ১৫ নভেম্বর শুক্রবার জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়, উপজেলা প্রশাসন উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে। জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার, ঢেউটিন, আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। আজ বিকাল ৪ টায় উজিরপুর উপজেলা পরিষদ হল রুমে। উজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় “বুলবুল” এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারের মাঝে শুকনাখাবার, ঢেউটিন ও চেক বিতরণ করেন। এসম উপস্থিত ছিলেন বরিশাল ২ আসন, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার সংসদ সদস্য শাহে আলম এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য বরিশাল, রুবিনা আক্তার মীরা, জেলা প্রশাসক বরিশাল এস, এম অজিয়র রহমান। এসময় উজিরপুর উপজেলায় ১০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক এবং প্রতিটি পরিবারকে ২ বান করে ঢেউটিন মোট ২০ বান ঢেউটিন প্রদান করা হয়। এসময় ১ জন ঝড়ে আহত মেয়েকে ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। ১০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনিসহ ১৫০ টি শুকনো খাবারের প্যাকেট ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়। সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৪ পিস করে খাবার স্যালাইন দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার উজিরপুর প্রণতি বিশ্বাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান উজিরপুর অপূর্ব কুমার বাইন ঝন্টু, উজিরপুর পৌরসভা মেয়র গিয়াসউদ্দিন ব্যাপারী, সদস্য উজিরপুর জেলা পরিষদ আলমগীর হাওলাদার, সভাপতি উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও সদস্য উপজেলা পরিষদ এ এইচ এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা পিআইও অয়ন সাহাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে অতিথিরা ঘুর্নিঝড় বুলবুলসহ ঘুর্নিঝড়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে উপজেলায় ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার, ঢেউটিন, আর্থিক সহায়তার চেক প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীকাল বানারীপাড়া উপজেলায় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, চেক ও শুকনা খাবার বিতরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *