৩২ প্রহর ব্যাপী চলবে শ্রীশ্রী গুরুনাম সংকীর্তন মহাযজ্ঞ ঝালকাঠির পোনাবালিয়ায় কার্তিকী পর্বোৎসব শুরু

ঝালকাঠি প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এবারও হৈমন্তিক ঊষালগ্নে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে ঠাকুরবাড়ীতে মহা ধুুমধামে শুরু হলো ৬ দিন ব্যাপী শুভ কার্তিকী পর্বোৎসব। গতকাল ১৩ নভেম্বর (২৬ কার্তিক) দিবাগত রাতে শুভ অধিবাস এবং অরুণোদয়ে মঙ্গলারতি ও মন্দির প্রদক্ষীণের মধ্যদিয়ে গুরুনাম যজ্ঞের সুচনা করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছে স্বামী অমলানন্দ অবধূত গুরুমহারাজের জন্মস্থান ও অবধূত সিদ্ধমাতা শ্রীশ্রী লক্ষীদেবীর সমাধী অঙ্গন পোনাবালীয়ার ঠাকুরবাড়িতে।

আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এখানে হাজারো ভক্তদের সমাগম থাকবে। পর্যায়ক্রমে চলবে আহরাত্র গুরুনাম সংকীর্তন, গুরুপূজা, স্তবস্তোত্র পাঠ, জীব জগতের কল্যাণ কামনায় বিশেষ হোম, আরতী, প্রসাদ এবং মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠান চলাকালে এই মন্দিরে কীর্তনের পাশাপাশি দ্বাদশ শিব, অন্নপূর্ণা, মহাবীর, স্বামী দয়ানন্দ অবধূত, স্বামী অমলানন্দ অবধূত এবং স্বামী রামেশ্বরানন্দ গুরুমহারাজের মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। ৩২ প্রহর ব্যাপী এই অনুষ্ঠানে বাগেরহাটের ভক্ত নরোত্তম সম্প্রদায়, সিলেটের গোপাল জিউ সম্প্রদায়, সাতক্ষীরার অদ্বৈত সম্প্রদায়, ঢাকার শ্রীমান মহাপ্রভু সম্প্রদায়, বরগুনার চৈতন্য সুন্দর সম্প্রদায় এবং ঝালকাঠির স্বামী বিবেকানন্দ সম্প্রদায় নামামৃত পরিবেশন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *