জেলেদের ভিজিএফ চাল আত্মসাৎ: ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
কলাপাড়া উপজেলার মহিপুর থানার অন্তর্গত মহিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুন হাওলাদার গ্রেফতার। গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মোট ২২দিন মা ইলিশ মাছ শিকার বন্ধের জন্য সরকার অবরোধ ঘোষণা করে।সেইসব জেলে পরিবারের জন্য সরকারি বরাদ্দ ২০ কেজি হারে ২৪ মেট্রিকটন চাল  গত ২৬ অক্টোবর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কলাপাড়া খাদ্যগুদাম থেকে উত্তোলন করেন। মহিপুর পরিষদে সোমবার সকাল দশটার দিকে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ শুরু করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।১৩৫৬০কেজি চাল দেয়ার কথা থাকলেও ওজনে কম দিয়ে ১৭১৭কেজি চাল আত্মসাৎ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।জেলেদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মনিবুবর রহমান সরোজমিনে তদন্তের জন্য উপজেলা প্রকল্প  কর্মকর্তা জনাব তপন কুমার ঘোষ কে তদন্তে পাঠান।জনাব তপন কুমার ঘোষ জেলেদের সাথে আলাপকালে ওজন কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।সোমবার সন্ধ্যায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মহিপুর থানার ওসি মোঃ সোহেল আহমেদ জানান জেলেদের জাল আত্মসাতের ঘটনায় উপজেলা প্রকল্প কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করায় ভারপ্রাপ্তচেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *