টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

ডেস্ক রিপোর্ট :
জেলার কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫ টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ও ঢাকা ছেড়ে যাওয়া পরিবহনগুলো এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়ক ব্যবহার করে।
দুর্ঘটনার পরই ক্ষতিগ্রস্থ যানবাহন দুইটি উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। গাড়ি দু’টি সড়ক থেকে সরানোর পর সড়কে যান চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সাথে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। এছাড়া কাভার্ডভ্যানের চালকসহ দুইজন গুরুতর আহত হয়। তাৎক্ষনিকভাবে নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বরিশাল অবজারভার / হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *