সন্ধ্যানদী ভাঙনরোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যানদী ভাঙনরোধে ড্রেজিং প্রকল্পের উদ্যোগ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। চতলবাড়ি লাগোয়া নদীতে ৩০ লক্ষ ঘনমিটার মাটি কেটে প্রবাহমান স্রোত ঘুরিয়ে দিতে ইতিমধ্যে কাজও শুরু করেছে।

আজ শনিবার এই ড্রেজিং প্রকল্প উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

এর আগে প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন- সন্ধ্যানদী ভাঙনরোধে উজিরপুরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ওয়াদা রক্ষায় দ্রুততার সাথে উদ্যোগ নিয়ে ড্রেজিং কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে এই প্রকল্পে আরও ড্রেজিং মেশিন যুক্ত করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এসময় বরিশাল ২ আসনের এমপি শাহ আলমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

পরে প্রতিমন্ত্রী স্পিডবোটযোগে নদীতে নেমে সুইচ চেপে ড্রেজিং কার্যক্রম উদ্বোধন করেন।

ড্রেজিং বিভাগের খুলনা অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম গোলাম সরোয়ার জানান, এই প্রকল্পে ৩০ লক্ষ ঘনমিটার মাটি কেটে ২০০ মিটার প্রস্থ এবং ৯ ফুট গভীরতা বৃদ্ধি করে একটি নতুন চ্যানেল করে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে উপজেলার চতলবাড়ি ও তার আশপাশ এলাকার সন্ধ্যানদী ভাঙন অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *