অবশেষে সাফল্যের দেখা পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
সিলেটে ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয়ে শুরু হয়েছে বাংলাদেশের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ জিতে এগিয়ে শ্রীলঙ্কা। সিরিজ জয়ের সুযোগ আর নেই স্বাগতিকদের। অন্তত ড্র করে সিরিজ বাঁচানোই মূল লক্ষ্য শান্তদের। সেই লক্ষ্যকে সামনে রেখে বোলিংয়ে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। তবে, প্রথম সেশনের চাপ সামলে দ্বিতীয় সেশনের শুরুতেই মাদুশকার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

আজ শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে স্কোরবোর্ডে ৮৮ রান যোগ করেন লঙ্কানরা। তবে, লাঞ্চ বিরতির পরই দ্রুত উইকেট হারায় দলটি। দলীয় ৯৬ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। আউটের আগে করেন ১০৫ বলে ৫৭ রান।

শ্রীলঙ্কার সাবধানী শুরু, উইকেটের খোঁজে বাংলাদেশ

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা শুরুটা করেন দেখেশুনে। দলীয় ১৩ রানের মাথায় সুযোগ পেয়েও হাতছাড়া করে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ তুলে দেন মাদুশঙ্কা। তবে, সহজ ক্যাচ ফেলেন দেন মাহমুদুল হাসান জয়।

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক

বাংলাদেশকে চোখ রাঙাতে পারে চট্টগ্রামের শেষ পাঁচ টেস্টের পারফরম্যান্স।  যেখানে বাংলাদেশ চারটিতেই হেরেছে। ড্র করেছে একটি। একমাত্র ড্রটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে হেরেছে। আত্মবিশ্বাসের সঙ্গে ভয়ে থাকার যথেষ্ট কারণও আছে।

সাগরিকায় ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের

সিলেটে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। প্রথম টেস্ট হারের পর দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে। নাজমুল হোসেন শান্তর দল কি পারবে এত বড় হারের ধকল সামলে ঘুরে দাঁড়াতে?

বরিশাল অবজারভার / হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *