বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জীবনানন্দ দাশের ৬৫তম প্রয়াণ দিবস পালিত

মোঃ শাহাজাদা হীরা:

থাকিত না হৃদয়ের জরা, সবাই স্বপ্নের হাতে দিত যদি ধরা। এমনি অনেল কবিতার পন্থী রূপসী বাংলার মানুষের হৃদয়ে দাগ কেটেছে। আজ সেই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৫তম প্রয়াণ দিবস। আজ ২২ অক্টোবর মঙ্গলবার রাত ৮ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বরিশাল সার্কিট হাউসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সাংস্কৃতিজন এস এম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ , জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদ, কাজল ঘোষসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভার পাশাপাশি কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *