হিরো আলমের ফেসবুকসহ ৯ একাউন্ট হ্যাকড

বিনোদন ডেস্ক :
ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিভিন্ন সামাজিক মাধ্যমের একাউন্ট হ্যাক হয়েছে। এ বিষয়ে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমকে জানান, হ্যাকাররা তার কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করেছে। তিনি বলেছেন, তার জনপ্রিয়তায় কিছু রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব তার পেছনে লেগেছেন।

আজ মঙ্গলবার (২ মে) বিকেলে ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম বলেন, ‘আমার ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আলী আজগর নামের এক ব্যক্তি আমার এই আইডিগুলো হ্যাক করেছেন।’

হিরো আলম আরও বলেন, ‘আমি এসব ব্যাপারে কথা বলতে হারুন (ডিবিপ্রধান) স্যারের কাছে এসেছিলাম।’ তিনি বলেন, ‘ডিবি প্রধানের কাছে আমি বিস্তারিত বলেছি। তিনি এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

‘টাকা দিলে আমার ফেসবুক অ্যাকাউন্ট ফেরত দেবে’ উল্লেখ করে হিরো আলম বলেন, ‘কিছু লোক আমাকে কোনোভাবে আটকাতে না পেরে আমার আইডি ও পেজ হ্যাক করেছে।’ তিনি অভিযোগ করেন, ‘আমার জনপ্রিয়তা দেখে কিছু রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমার পেছনে লেগেছেন। কিন্তু, হিরো আলমের জনপ্রিয়তা তারা কমাতে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *