মেসিকে নষ্ট করছে পিএসজি

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসির পরবর্তী গন্তব্য নিয়ে কানাঘুষা দিনদিন বাড়ছে। মেসি কোথায় যাবেন, তা নিয়েও আলোচনার শেষ নেই। অঢেল অর্থের বিনিময়ে তাকে ডাকছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। অপরদিকে বার্সেলোনাতে মেসির ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মেসি কোথায় যাবেন, তা সময় বলে দেবে। তবে, সর্বকালের অন্যতম সেরা এই তারকার বর্তমান ক্লাব পিএসজি যে তার জন্য সঠিক স্থান নয়, তা অনেকেই দাবি করছেন। একই সুরে এবার কথা বললেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের সাবেক উইঙ্গার পাবলো মউচে।

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া দৈনিক ওলেকে গতকাল শনিবার (১ এপ্রিল) দেওয়া এক সাক্ষাৎকারে মেসি প্রসঙ্গে কথা বলেন মউচে। মউচে একবার একটি টুইটে বলেছিলেন, ‘পিএসজি মেসির জন্য অনেক ছোট ক্লাব।’ সেই একই কথা বললেন আবারও, ‘আমার এখনও তা-ই মনে হয়। পিএসজি মেসির জন্য নয়। যে দলটাতে মেসি আছে, তারা যদি তাকে ঘিরে খেলাটাকে না সাজায়, তার মানে বিশ্বের সেরা খেলোয়াড়টিকে নষ্ট করছে তারা।’

পরের মৌসুমে মেসি কোথায় যাবেন তা নিয়ে সবার মতো মউচেও ভাবছেন। এরচেয়ে বেশি ভাবনা মেসিকে নিয়ে। মউচে বলেন, ‘মৌসুম শেষে সে পিএসজিতে থাকুক কিংবা অন্য কোনো দলে যাক, তার উচিত হবে সেখানে যেন তাকে ঘিরে খেলাটা গড়ে ওঠে তা নিশ্চিত করা।’

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের প্রাণভোমরা মেসি পিএসজিতে সেভাবে সফল নন। পিএসজি সতীর্থরাও আর্জেন্টিনা দলের মতো নিবেদিতপ্রাণ নয়। সেটি তুলে ধরে মউচে যোগ করেন, ‘মেসির সেরা খেলা বের করে আনতে পেরেছে লিওনেল স্কালেনি। স্কালোনি জানে কীভাবে মেসির সেরাটা বের করে আনতে হবে। আর্জেন্টিনা দলটা এমনভাবে গড়ে উঠেছে, যেখানে সবাই মেসির সেরা খেলাটা বের করে আনতে সাহায্য করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *