হজের খরচ আগামীতে আরও বাড়তে পারে

ডেস্ক রিপোর্ট : 
চলতি মৌসুমে হজ প্যাকেজের খরচ নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, খরচের দিকে থেকে এ বছরের হজ প্যাকেজ সর্বনিম্ন। আগামীতে হজের প্যাকেজ খরচ আরও বাড়বে। আজ রোববার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

কম খরচে হজ করতে এ বছরই নিবন্ধন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতি ও সৌদি আরবের হারাম শরিফের কাছাকাছি বিভিন্ন হোটেল ভেঙে ফেলা হয়েছে। এতে চলতি বছরে হোটেল ভাড়া নেওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। এতে হোটেল ভাড়া করতে অধিক পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। সার্বিক বিবেচনায় বিভিন্ন কারণে এ বছর হজ প্যাকেজকে হ্রাসকৃত প্যাকেজ হিসেবে ধরা যায়। একই ধারাবাহিকতায় বলা যায়, আগামী বছরগুলোয় হজ প্যাকেজের মূল্য আরও বৃদ্ধি পাবে।

কারণ হিসেবে মন্ত্রণালয় বলেছে, ভেঙে ফেলা বাড়ি বা হোটেলসমূহ আবার গড়ে তুলতে দুই থেকে তিন বছর সময় লাগবে।

এসব বিবেচনায় হজযাত্রীদের এ বছরই হজ প্যাকেজে নিবন্ধিত হওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) মুসলিম ধর্মালম্বীদের অন্যতম স্তম্ভ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ মূল্য ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় নূন্যতম হজ প্যাকেজ মূল্য ছয় লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *