সাকিবের টার্গেট আইরিশদের ‘বাংলাওয়াশ’ করা

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ১৭ ওভারে ২০২। আয়ারল্যান্ড ১২৫ রানে আটকে যায়। ৭৭ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসের পর বল হাতে জাদু দেখিয়েছেন সাকিব আল হাসান। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করে তিনি বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করায় আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচসেরা তিনিই।

কিউই পেসার টিম সাউদিকে পেছনে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে খুশি সাকিব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘বাংলাদেশি কেউ শীর্ষে আছে, এতে আমি অবশ্যই খুশি।’ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক খুশি দলের সাফল্যেও, ‘শেষ কয়েকটি ম্যাচে আমাদের পারফরম্যান্সের যে ধারাবাহিকতা ছিল সেটা ধরে রাখতে চেয়েছিলাম। মাঠে সেটা করতে পেরেছি। বড় দল হতে হলে অবশ্যই মাঠে গিয়ে প্রথম বল থেকেই নিজেদের মেলে ধরতে হবে। আমরা সেটাই আলোচনা করেছি এবং সেভাবেই খেলেছি।’

সিরিজ জয় নিশ্চিত করেই তৃপ্ত নন সাকিব। জিততে চান শেষ ম্যাচটিও। তিনি বলেন, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো ২-০ হওয়ার পর চেষ্টা করে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারাতে। আমরাও সেটা চেষ্টা করব। নতুন কয়েকজন খেলোয়াড়কে পরীক্ষা করে দেখতে পারি। যদিও তারা ভালো করতে ক্ষুধার্ত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *