বঙ্গবন্ধু স্মার্ট লিডার ছিলেন

ডেস্ক রিপোর্ট :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মার্ট লিডার ছিলেন এবং রাষ্ট্র পরিচালনায় তার কাছে কোনো জায়গা ছিল না বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে নৌপরিবহণ মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু একজন স্মার্ট লিডার ছিলেন। গত ৫০ থেকে ৫২ বছরে তাঁর মতো স্মার্ট লিডার তৈরি হয়নি। তাঁর ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে তিন বছরের রাষ্ট্র পরিচালনায় কোনো ভুলের জায়গা নেই।’

‘বঙ্গবন্ধুর চিন্তা, ভাবনা ও দর্শন আমাদের পাথেয়। তিনি সব সময় বাংলার মানুষের জন্য কথা বলেছেন’ উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, ‘গত ১০৩ বছরে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ সৃষ্টি করার কোনো নেতা পায়নি। সেসময় অনেকেই ছিলেন, অনেকেই প্রয়াত হয়েছেন।’

বঙ্গবন্ধুর কথায় অনেকে জীবন দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে অনেক মানুষ কাছ থেকে দেখেনি, অনেকে তার ছবিও দেখেনি, অথচ তাঁর দেশপ্রেমের জন্য অনেকে জীবন দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর জন্মদিনকে কাজে লাগাতে হবে।’

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা প্রমুভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *