বরিশালে পোল্ট্রি ব্যবসার নামে পরিবেশ দুষনের অভিযোগ

উজিরপুর প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে অবৈধভাবে পোল্ট্রির ব্যবসা চালিয়ে পরিবেশ দুষন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চরম ভোগান্তিতে এলাকাবাসী। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর বাজারে আঃ হক মল্লিক প্রশাসনকে ফাঁকি দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতাকে আড়াল করে নিজের খেয়াল খুশিমত অস্বাস্থ্যকর পরিবেশে চালাচ্ছে পোল্ট্রি ব্যবসা। সেখানে ময়লা নিস্কাসনের কোন ব্যবস্থা নেই। ময়লা আর্বজনায় পরিপূর্ন বাজার।

পোল্ট্রির বর্জ ও র্দুগন্ধ ছড়িয়ে পড়ায় বন্দর ব্যবসায়ী ও এলাকাবাসী মারাত্মক ভাবে রোগের আক্রান্ত হওয়ার আশংকা করছে। এমনকী ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

এমনকি ক্রেতাদের নাক চেপে ধরে বাজারে আসতে হচ্ছে। বিশেষ করে বিকল্প কোন বাজার না থাকায় এই এলাকার নারী পুরুষদের দৈনন্দিন কেনাকাটার জন্য সকলকে এ বাজারে আসতে হচ্ছে।

ব্যবসায়ী বিত্তশালী ও প্রবাবশালী হওয়ায় ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা সাধারণরা। পরিবেশ দুষনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জানান অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *