সিরিজ জয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টিতে ১৭ বছরের পথচলায় প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। যা ছোট ফরম্যাটে সাকিবদের সবচেয়ে বড় অর্জনের একটি। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এরআগে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে সংক্ষিপ্ত সংস্করণে সিরিজে হারিয়েছে বাংলাদেশ।

আর এমন দুর্দান্ত সিরিজ জয়ে খুশি অধিনায়ক সাকিব আল হাসানও। ম্যাচশেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের। সাকিব বলেন, ‘আমি মনে করি আমরা সত্যিই দারুণ বোলিং করেছি। তারা ভালো শুরু  করেছিল, তবে আমরা খুব দ্রুতই ব্রেক থ্রু দিতে পেরেছি। আমরা শেষ পর্যন্ত চাপ সামাল দিতে পেরেছি বলেই এমন জয়।’

সাকিব আরও যোগ করেন, ‘এইরকম ক্লোজ ম্যাচগুলো আপনার জেতা খুবই জরুরি। বিশেষ করে শান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে। পাশাপাশি মিরাজ অসাধারণ বোলিং করেছে। প্রথম ম্যাচে না খেললেও মিরাজ আজকে যেভাবে খেলেছে, সত্যিই আমাকে অবাক করেছে। কারণ দলের জয়ে ১৫-২০ রান অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সবাই ভালো বল করেছে।’

আগামী মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে সাকিবের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *