১৬ দিন মুম্বাইয়ে ছিলাম হিন্দি শিখে গেছি

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ঘোর বিরোধিতা করছেন চিত্রনায়ক জায়েদ খান।

কারণ হিসাবে এই নায়ক এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘গত ১৬ দিন মুম্বাই গিয়েছিলাম কাজে। সেখানে এ কদিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হয় সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাদের তৈরি করেন।’

শত কোটি ব্যয়ে নির্মিত হিন্দি সিনেমা বাংলাদেশে এলে এদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে বলেও মনে করেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমাদের দেশে হল নামে যেসব গোটাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ দেন, দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। শেহজাদা, সেলফি সবগুলো ফ্লপ গেছে।’

নয় বছর আগে  হিন্দি সিনেমা আমদানি বন্ধে জায়েদ খান কাফনের কাপড় পড়ে রাস্তায় নেমেছিলেন।

সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হলেও এখনও তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *