শেষ দুই টি-টোয়েন্টির টিকিট কোথায়

স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫৬ রান। যা টাইগাররা ৪ উইকেট হারিয়ে দুই ওভার হাতে রেখেই পেরিয়ে যায়। তিন ম্যাচের সিরিজে এবার স্বাগতিকদের সামনে সুযোগ সিরিজ জেতার।

এই লক্ষ্যে ঢাকায় শেষ দুই টি-টোয়েন্টিতে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ১২ ও ১৪ মার্চ বিকেল তিনটায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বিসিবি থেকে এই দুই ম্যাচের টিকিটের দাম জানানো হয়েছে।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য খরচ করতে হবে ১৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড বসে খেলা দেখতে লাগবে এক হাজার টাকা। এছাড়া ক্লাব হাউজে ৫০০, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ণ স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট সংগ্রহ করা যাবে। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা অবধি খোলা থাকবে কাউন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *