তাসকিনকে সবারই ‘ফলো’ করা উচিত

স্পোর্টস ডেস্ক :
টাইগার পেসার তাসকিন আহমেদের ক্রিকেট জীবনের গল্পটা মোটেও সহজ নয়। চোটের সঙ্গে লড়াই ছিল। ছিল জাতীয় দলে উত্থান-পতনের মধ্যে যাওয়া-আসা। তবে কঠোর পরিশ্রম করে সব কিছু জয় করেছেন তাসকিন। শুধু জাতীয় দলে নয়, বিপিএল কিংবা ঘরোয়া আসরগুলোতেও তাসকিন নিজের সেরাটা দিয়ে নজর কাড়ছেন।

তার ওপর ভরসা করছেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন। শুধু ভরসা করাই নয়, বয়সে ছোট (তাসকিনের ২৭, নাসিরের ৩১) সতীর্থকে দেখে অনুপ্রাণিতও হতে চান নাসির। ঢাকা অধিনায়ক বলেন, ‘তাসকিন যেভাবে কামব্যাক করেছে। জাতীয় দল থেকে বের হওয়ার পর যেমন কষ্ট করেছে, আমার মনে হয় সব ক্রিকেটারেরই এই জিনিসটা ফলো করা উচিত।’

নাসিরের ভাষায়, ‘আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বা নিজে উন্নতি করতে চান, তাহলে এখন যদি দুই ঘণ্টা প্র্যাকটিস করেন, হয়তো সে জায়গায় চার ঘণ্টা অনুশীলন করতে হবে। তাহলে এটা আমার ও বাংলাদেশ দলের জন্য ভালো হবে। অবশ্যই ওকে ফলো করা উচিত। ও যে কষ্ট করে ও পরিশ্রম করে তার ফল ও পাচ্ছে। জাতীয় দলেও পাচ্ছে, বিপিএলেও আল্লাহর রহমতে ভালো করছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *