খাদ্যপণ্য মজুত করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভোগ্যপণ্য উৎপাদন বাড়ানোর জন্য আমরা বেশি জোড় দিয়েছি। তবে কেউ খাদ্যপণ্য মজুত ও দুই নম্বরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ বুধবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অর্থনীতি তিন ধরনের। সরকারি, বেসরকারি ও সমবায় ভিত্তিক। ভোগ্যপণ্য উৎপাদন বাড়ানোর জন্য আমরা বেশি বেশি জোড় দিয়েছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বের বিভিন্ন মাধ্যমে ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, বিশ্বে খাদ্যের দারুণ অভাব দেখা দিবে। সেই কারণে আমি শুরু থেকে সবাইকে আহ্বান করছি। আমি বলেছি, সবাই অনাবাদি জমি আবাদ করেন এবং ফসল ও ফল উৎপাদন করেন। আমাদের খাদ্য চাহিদা যেন আমরা নিজেরা আয়ত্তে রাখতে পারি। সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এই আহ্বানের পরে সবার মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দেশের মানুষ কিছু কিছু উৎপাদন শুরু করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের ভোগ্যপণ্যের যারা ব্যবসা করেন, এটা একটা দুঃখের বিষয় তারা রোজা ও বিভিন্ন চাহিদার সময় জিনিসের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পৃথিবীর সকল দেশে দেখেছি উৎসব পার্বণে সবকিছুর দাম কমায় কিন্তু আমাদের দেশে উল্টো। অনেক সময় তারা পণ্য আমদানি করতে ঢিলেমি করে। চাহিদা বাড়িয়ে তারা ব্যবসা করে। যারা মজুদদারি ও দুই নম্বরি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং প্রয়োজনে আমরা কঠোর ব্যবস্থা নিবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *