দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি , শনাক্ত ৬৫

হেলথ ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫ জন। এর মধ্যে ঢাকায় ১৮ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৭ জন রয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৮৯ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬২ হাজার ৩২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬১ হাজার ৬৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *