মেসির হাতেই ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক :
দুর্দান্ত খেলে বলতে গেলে একক নৈপুণ্যে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তার হাত ধরেই কেটেছে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা।

এই বিশ্বকাপে ৭ গোল করেছেন মেসি। অ্যাসিস্টও করেছেন কয়েকটি। তাই তার হাতে ব্যালন ডি’অর ওঠা অস্বাভাবিক কিছু নয় বরং কারো মতে সেটাই স্বাভাবিক।

পোলিশ ফুটবল তারকা রবার্ট লেভানডভস্কিও তেমনটাই মনে করেন।

লেভানডভস্কির মতে, ‘খুব সম্ভবত মেসির সঙ্গে একই ক্লাবে খেলা এমবাপ্পেও ব্যালন ডি’অরের যোগ্য প্রার্থী। কিন্তু বিশ্বকাপ জয়ই সবকিছু নির্ধারণ করে দেবে। মেসি এখন এগিয়ে আছে বিশ্বকাপ জেতার কারণেই। এই অর্জন মেসির কাছে সবকিছু। এখন সে সেই অর্জন উপভোগ করতে পারে।’

রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয় করেছেন মেসি। ২০০৯ সালে প্রথমবার এই পুরস্কার তার হাতে ওঠে। তারপর ২০১২ পর্যন্ত টানা চারবার জিতেছেন এই পুরস্কার।

ফের ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে আরও তিনবার ব্যালন ডি’অর জেতেন মেসি। বিপরীতে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অর জিতেছেন পাঁচটি। গত ১৪ বছরে এই দুজনের বাইরে ব্যালন ডি’অর জয় করেছেন মাত্র দুই জন। এক ক্রোয়েশিয়ার তারকা লুকা মদরিচ (২০১৮) এবং ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা (২০২২)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *