মেহেন্দিগঞ্জে আনারসের সমর্থনে জনতার ঢল!

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের মতো মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ই অক্টোবর। উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী যার মধ্যে আনারস মার্কা নিয়ে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী জনাব মশিউর রহমান পলাশ এরই মধ্যে বিশাল জনমেহেন্দিগঞ্জে আনারসের সমর্থনে জনতার ঢল! সারাদেশের মতো মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ই অক্টোবর। উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী যার মধ্যে আনারস মার্কা নিয়ে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী জনাব মশিউর রহমান পলাশ এরই মধ্যে বিশাল জনসমর্থন পেয়েছেন এই যুবক নেতা। প্রার্থীর একজন সমর্থক কাজিরহাটের হেসামদ্দি এলাকার পলাশ সিকদার নামের ভোটার জানান, গত ০১/১০/২০১৯ ইং তারিখ নির্বাচনী প্রচারনায় আনারস মার্কার সমর্থনে কাজিরহাটে পথসভা করেন তিনি।হাজার হাজার জনসমাগম হয় এই পথসভায়, স্লোগানে স্লোগানে মুখরিত হয় কাজিরহাটের আকাশ। মিছিল শেষে বক্তব্যে আবেগাপ্লুত হয়ে মশিউর রহমান পলাশ বলেন ” আমি চেয়ারম্যান হবো কিনা জানিনা কিন্তু আজ আপনারা আমাকে যা দিয়েছেন আমার জীবন ধন্য” এসময় তিনি আনারস মার্কায় ১৪ তারিখ কেন্দ্রে গিয়ে সবাইকে আনারস মার্কায় ভোট দেয়ার আহবান জানান।সমর্থন পেয়েছেন এই যুবক নেতা। প্রার্থীর একজন সমর্থক কাজিরহাটের হেসামদ্দি এলাকার পলাশ সিকদার নামের ভোটার জানান, গত ০১/১০/২০১৯ ইং তারিখ নির্বাচনী প্রচারনায় আনারস মার্কার সমর্থনে কাজিরহাটে পথসভা করেন তিনি।হাজার হাজার জনসমাগম হয় এই পথসভায়, স্লোগানে স্লোগানে মুখরিত হয় কাজিরহাটের আকাশ। মিছিল শেষে বক্তব্যে আবেগাপ্লুত হয়ে মশিউর রহমান পলাশ বলেন ” আমি চেয়ারম্যান হবো কিনা জানিনা কিন্তু আজ আপনারা আমাকে যা দিয়েছেন আমার জীবন ধন্য” এসময় তিনি আনারস মার্কায় ১৪ তারিখ কেন্দ্রে গিয়ে সবাইকে আনারস মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *