জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক , আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার পর এবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ইস্তাম্বুল থেকে ২১০ কিলোমিটার দূরে দুজে শহরের কাছে। ইস্তাম্বুল ও আঙ্কারাতেও ভূমিকম্প ভালোভাবেই টের পাওয়া গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, অন্ততপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল মাটির দুই থেকে দশ কিলোমিটার গভীরে।

প্রবল ভূমিকম্পের পর অনেকে বারান্দা থেকে লাফ দেন। প্রচুর মানুষ বাড়ির বাইরে চলে আসেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির দুই থেকে ১০ কিলোমিটার গভীরে।

প্রথমবার ভূমিকম্প হওয়ার ২০ মিনিট পরে আবার মাটি কেঁপে ওঠে। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের পরিমাপ ছিল ৪ দশমিক ৭।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু বলেছেন, কোনো প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভূমিকম্পের পর অনেকেই সারারাত বাইরে কাটিয়েছেন। আগুন জ্বেলে বহু মানুষকে রাত কাটাতে দেখা যায়।

১৯৯৯ সালে তুরস্কের এই এলাকায় ভূমিকম্পে ৮৪৫ জন মারা গেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *