বিএনপির গণসমাবেশে আজ শনিবার প্রস্তুত হাজারো নেতাকর্মী

ডেস্ক রিপোর্ট :

ব‌রিশা‌লে বিএন‌পির বিভাগীয় সমা‌বে‌শের এক‌দিন আগের রা‌ত থেকেই খোলা আকা‌শের নি‌চে অবস্থান নি‌য়ে‌ছে বিএন‌পির হাজার হাজার নেতাকর্মী। সমা‌বেশস্থ‌লেই রা‌ত্রিযাপন করেছে বিভা‌গের ছয়টি জেলা ও উপ‌জেলা থে‌কে আসা নেতাকর্মীরা। এ‌দি‌কে আজ শ‌নিবার সমা‌বেশ উপল‌ক্ষে গতকাল শুক্রবার রা‌তের ম‌ধ্যেই প্রস্তুত করা হ‌য়ে‌ছে মঞ্চ। অপর‌দি‌কে বিএন‌পি নেতাকর্মী‌দের সমা‌বেশস্থ‌লে সংবাদ সংগ্রহের জন‌্য সাংবা‌দিক‌দের জন‌্য করা স্টেজ ভে‌ঙে প‌ড়ে দুই সাংবা‌দিক আহত হওয়ার খবর মি‌লে‌ছে।

শুক্রবার রাত ৮টার পর থে‌কেই সমা‌বেশস্থ‌লে ভীড় জ‌মে যায়। মি‌ছিল নিয়ে নেতাকর্মীরা আস‌তে থা‌কেন সমা‌বেশস্থল বঙ্গবন্ধু উদ‌্যা‌নে। কা‌রও হা‌তে কম্বল আবার কা‌রও হা‌তে ছিল হোগল পা‌টি। রা‌তে অবস্থান নেওয়ার জন‌্য সব প্রস্তু‌তি নিয়েই সমা‌বেশস্থ‌লে এ‌সে‌ছে তারা।

ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার চরমাইক্কা ইউনিয়নের যুবদ‌লের সাধারণ সম্পাদক র‌হিম সরদার ব‌লেন, ‘সব কিছু বন্ধ থাকায় বৃহস্প‌তিবার সমা‌বেশস্থ‌লে এসে‌ছি। ট্রলার নি‌য়ে চরফ‌্যাশন থে‌কে আমরা দুইশ নেতাকর্মী ব‌রিশা‌লে এসে সমা‌বেশস্থ‌লেই থাক‌ছি। রা‌তে নিরাপত্তার জন‌্য তাবু টা‌নি‌য়ে থে‌কেছি। সমা‌বেশ সফল করে বা‌ড়ি ফির‌ব।’

বরগুনার বেতাগী উপ‌জেলা থে‌কে আসা স্বেচ্ছা‌সেবক দলকর্মী অলিউল ইসলাম ব‌লেন, ‘কো‌নো বাধাই আট‌কে রাখ‌তে পার‌বে না আমা‌দের। আমা‌দের অ‌নেক নেতাকর্মী সাই‌কেল চা‌লি‌য়ে ও  হেঁটে এসেছে। আমরা রা‌তে এখা‌নে থাক‌ছি সমা‌বেশ সফল করার জন‌্য। শীত উপেক্ষা ক‌রেও আমরা দেশ‌কে মুক্ত কর‌তে আন্দোলন সফ‌লে রা‌তে থাক‌ছি সমা‌বেশস্থ‌লে।’

কেন্দ্রীয় বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন ব‌লেন, ‘আমা‌দের হাজার হাজার নেতাকর্মী সমা‌বেশস্থ‌লে অবস্থান নি‌য়ে‌ছে। সরকা‌রের কো‌নো বাধাই কা‌জে আ‌সে‌নি।’

অন‌্যদি‌কে সমা‌বেশস্থ‌লে সংবাদ সংগ্রহে সাংবা‌দিক‌দের জন‌্য করা স্টেজ বিএন‌পি কর্মী‌দের হুলস্থুলে ভে‌ঙে প‌ড়েছে।

একটি বেসরকারি টেলিভিশনের ব‌রিশালের ক‌্যা‌মেরাপারসন সুজয় দাস ব‌লেন, ‘বিএন‌পি নেতাকর্মীরা সাংবা‌দিক‌দের জন‌্য করা স্টে‌জে ওঠে লাফালাফি কর‌ছিল। পরে স্টেজ ভেঙে পড়ে।’

ব‌রিশাল বিএন‌পির বিভাগীয় সমা‌বেশের মঞ্চ প্রস্তুত ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল হো‌সেন লিম‌ন ব‌লেন, ‘৫০ ফুট দৈর্ঘ‌্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হ‌য়ে‌ছে। ব‌্যানারও লাগা‌নো শেষ হ‌য়ে‌ছে। এ ছাড়াও সম‌া‌বেশস্থলসহ আ‌শপা‌শে ১২০‌টি মাইক লাগা‌নো হ‌য়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *