রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে না বরিশালগামী লঞ্চ, বিপাকে যাত্রীরা

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী সব লঞ্চ বন্ধ রয়েছে। আজ শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল থেকে কোনো লঞ্চ আসেনি, এমনকি বরিশালের উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। কোনো প্রকার নোটিশ ছাড়াই বন্ধ রয়েছে এ রুটে লঞ্চ চলাচল। কী কারণে বন্ধ তার কোনো সুস্পষ্ট বক্তব্য দিতে পারেনি  লঞ্চ কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, সরকারি ছুটির দিনে অন্যান্য রুটের লঞ্চ স্বাভাবিকভাবে চলাচল করলেও বরিশালগামী লঞ্চগুলো বন্ধ রয়েছে। ঘাটে বরিশালগামী এডভেঞ্চার ৯, পারাবত ১১, পারাবত ১২, সুন্দরবন ১২, প্রিন্স কামাল-১ লঞ্চগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লঞ্চের প্রধান ফটক বন্ধ রেখে বিশ্রামে রয়েছেন কর্মচারীরা।

এদিকে, যাত্রীদের অভিযোগ, লঞ্চ বন্ধের খবর আগে জানানো হলে এতোটা ভোগান্তি পোহাতে হত না।

বরিশাল যাওয়ার জন্য সদরঘাটে এসেছেন জান্নাতুল টুম্পা। কিন্তু, এসে দেখেন লঞ্চ বন্ধ। বিপাকে পড়ে তিনি বলেন, ‘এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য। এখন দেখি লঞ্চ বন্ধ, বাচ্চা নিয়ে এসে বিপদে পড়েছি। এখন আবার ফিরে যেতে হবে।’

বরিশালগামী যাত্রী রিয়াদ হোসেন বলেন, ‘বাড়িতে মা অসুস্থ। দ্রুত বাড়ি যাওয়ার দরকার। কিন্তু এসে দেখি লঞ্চ বন্ধ।’

লঞ্চ বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া হেসে উত্তর দিয়ে বলেন, ‘আপনি তো সাংবাদিক, বোঝেন না?’

বিএনপির সমাবেশের কারণে লঞ্চ বন্ধ রয়েছে এমন গুঞ্জনের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল  (যাত্রী পরিবহন) সংস্থার প্রেসিডেন্ট মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘আমরা তো ব্যবসায়ী, আমাদের কাছে ব্যবসাটাই মুখ্য। সমাবেশের সঙ্গে লঞ্চ বন্ধের কোনো সম্পর্ক নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *