জয়ের ছন্দে উড়তে থাকা ভারতকে মাটিতে নামাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক :

চলমান বিশ্বকাপে এখনও হারের মুখ দেখেনি ভারত। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তারা। জয়ের ছন্দে উড়তে থাকা ভারতকে আজ মাটিতে নামাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদির বোলিং দাপটে বেশি দূর যেতে পারেনি ভারত। যাদবের ব্যাটে চড়ে কোনো মতে প্রোটিয়াদের ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দল।

আজ রোববার দিনের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করেছে ভারত। প্রোটিয়া তারকা লুঙ্গি একাই তুলে নেন ভারতের চার উইকেট। নিজের কোটার ৪ ওভার খরচা করে মাত্র ২৯ রান দেন তিনি।

পার্থে এদিন টস জিতে ব্যাটিং নেন অধিনায়ক রোহিত। কিন্তু আগে ব্যাটিং নেওয়ার সুবিধা কাজে লাগাতে পারেননি ভারতের টপঅর্ডাররা। শুরুর পাঁচ ব্যাটসম্যানই ফেরেন ব্যর্থ হয়ে।

যথারীতি ব্যর্থ ছিলেন লোকেশ রাহুল (৯)। ১৫ করে বিদায় নেন রোহিতও। আজ হাল ধরতে পারেননি বিরাট। ১২ রানে ভাঙে তাঁর প্রতিরোধ। এরপর শূন্যতে বিদায় নেন দিপক হুদা। দিনেশ কার্তিকও নিজেকে মেলে ধরতে পারেননি।

দ্রুত উইকেট হারানোর পর হাল ধরেন যাদব। উইকেটে থেকে লড়াই চালিয়ে যান তিনি। তাঁর ব্যাটে চড়েই কোনো মতে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের লক্ষ্য দেয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানে করেন যাদব। ৪০ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায়। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *