বাকেরগঞ্জে জমে উঠেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

দীন মোহাম্মদ দীনু,বাকেরগঞ্জ:

বাকেরগঞ্জ উপজেলা ১৪ টি ইউনিয়নে সকল ইমারত (রাজমিস্ত্রি) শ্রমিকদের নিয়ে প্রতি ৩ বছর পর পর অনুষ্ঠিত হয় শ্রমিকদের পরিচালনা করার একটি সাংগঠনিক কমিটি। এ কমিটির প্রধান উপদ্রেষ্ঠা হিসেবে রয়েছেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস (শিবু) ও সৈয়দ মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোকলেচুর রহমান ও ইমারত নির্মাণ ইউনিয়নের বাবু অমল চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ বছরের নির্বাচন একটু ব্যতিক্রম ধরনে এবারের নির্বাচনকে জাতীয় নির্বাচনকে যেন হার মানিয়েছে। নানান রকমের পোষ্টার দিয়ে সাজানো হয়েছে পৌর শহরের বিভিন্ন সড়ক গুলোকে। সকল ইমারত শ্রমিকদের মধ্যে বইছে ভোটের হাওয়া। ৩টি পদে মোট ৮ জন নির্বাচনের অংশ গ্রহন করেছে। সভাপতি পদে মো. বেল্লাল হোসেন খান (কম্পিউটার মার্কা), মো. ফিরোজ সিকদার (রেডিও মার্কা), মো. দেলোয়ার সরদার (ষাড় গুরু মার্কা) ও মো. মৌজে আলী হাওলাদার (হাতুড়ি মার্কা) প্রতিদ্ধন্দ্বিতা করছে। সহ-সভাপতি পদে মো. জাকির মাঝি (শাপলা ফুল মার্কা) ও মো. রফিকুল ইসলাম (শিপন) (উড়োজাহাজ মার্কা) প্রতিদ্ধন্দ্বিতা করছে। সাধারণ সম্পাদক পদে লড়াই হবে মো. জহিরুল ইসলাম রিপন (হরিণ মার্কা) এবং মো. শহিদুল ইসলাম হাওলাদার (সাইকেল মার্কা) প্রতিদ্ধন্দ্বিতা করছে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদ মো. খোকন বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মো. কালাম মাঝি ও কোষাধ্যক্ষ পদে হারুন সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর জমে উঠেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে যে যার মতো করে উঠে পরে জোর তবিরতে ভোটের জন্য ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছে। ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রার্থীরা শহরের অলিগলি ছাড়াও গ্রামাঞ্চলের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পোষ্টার সেঁটেছে। কয়েকজন ভোটারের সাথে আলোচনা করে জানাগেছে, যারা সংগঠন ও সদস্যদের মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তারা এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।আগামী ২৮ সেপ্টেম্বর সিনামার হল চৌমাথা সংগঠনের কার্যালয়ের সামনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৪৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ০৮ সেপ্টেম্বর সংগঠনের সাধারণ সভায় নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *